November 01, 2020

Dhaka Comics banner


ঢাকা কমিক্স নিয়ে একটু সিরিয়াস হয়েছি ইদানীং। ব্যবসা মটেও আমার কাজ না, কিন্তু করতে মন্দ লাগছে না। ব্যাপারটা অনেকোটা বুদ্ধির গেম খেলার মত। খালি হিসাব নিকাশটা অটোমেটিক ব্যকাগ্রাউন্ডে হলে মন্দ হতো না। দেখতে দেখতে সাত বছর পার করে ফেলছি ঢাকা কমিক্স নিয়ে। কত কী যে ঘটনা জমেছে। কার্টুনিস্ট বলেই সম্ভবত সব ভয়ানক বিরক্তিকর ঘওটনাগুলিও দিন শেষে হাসির ঘটনা মনে হয়। প্রতদিন ঘটছেও কম না। সবচেয়ে মজার হয় বিজনেস নাম্বারে যে কলগুলো আসে সেখানে, যেমন কাল ফোন আসলো-

-ভাই ঢাকা কমিক্স? 

-জ্বী

-আমি আজিজ সুপার মার্কেট থেকে বলতেছি, পারসোনা থেকে।

(আজিজ এ পারসোনা খুলেছে? বলে কী? আর তারা ঢাকা কমিক্স চাচ্ছে? মানে কী?)

-জ্বী বলেন, পারসোনা? পারসোনা আজিজে এ?

একটু পরে জানা গেল, পারসোনা না, পাঠশালা। একটা বইয়ের দোকান। তাদের বই লাগবে।

সেই বই পরে কিভাবে দেওয়া হল সে আরেক কাহিনি। 

যাই হোক। সামনে বইয়ের দোকান গুলিতে আমাদের ডিসপ্লে বাড়াতে বুক স্ট্যান্ড দেয়া হবে। সেই স্ট্যান্ডের একটা প্রোমোশনাল স্টিকার আঁকলাম আজকে। সামনে স্ট্যান্ডের ছবিও দেয়া  হবে।

No comments:

Post a Comment

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...