August 28, 2019

প্রাগৈতিহাসিক কমিক্স

এস এস সি পরীক্ষা দেবার পরপর একটা কমিক্সের ড্রাফট করে ফেলেছিলাম ৬০ পেইজের। এবং তারপরে সেটা আর করা হয় নি বিভিন্ন কারণে, একটা বড় কারণ ছিল 'আরো ভালো করে করব' সেই ভালো করে করার কথা ভাবতে ভাবতে সময় চলে গেছে, একসময় সেটা হারিয়েও ফেলেছি, আবার মাঝে মাঝে খুঁজে পেয়েছি, রেখে দিয়েছি 'আরো ভালো করে করব' ভেবে। সেই ভালো করে করা আর হয়নি, মাঝে পঁচা করে করা হয়েছে অনেক কাজ, চলে গেছে অনেক সময়। কিন্তু সেই নিজের মত করে একটা অ্যাডভেঞ্চার গল্প আর লেখা হয়নি। শেষমেশ যখন বুঝতে পারলাম আমি আসলে ভালো করে আঁকতে বা লিখতে পারি না, আর সেটা ভালো করে বলতে আমি যেই-পৃথিবীর সেরা একটা কিছু করে ফেলবো-বলে ভাবছি তাও হবে না তখন যা পারি তাই দিয়ে নামিয়ে দেবার জন্য রেডি হলাম। এবং সেই সাথে কাকতালে মিলে গেল কিশোর আলো ম্যাগাজিনের পাভেল ও দীপ্র কর্তৃক মাসপ্রতি ধারাবাহিক 'একটা কিছু' করার প্রস্তাব। সুতরাং সেই প্রায় প্রাগৈতিহাসিক কমিক্সটা সেই আমলের ফ্রেমিং ও কিঞ্চিত টিনটিন ঘেঁষা আকারে শুরু হয়ে গেল, আগামী কিআ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে চলবে। আগ্রহীরা জোগাড় করতে পারেন।



1 comment:

  1. মোটামোটি ভালোই হয়েছে কমিকটা। কিন্তু এবারের উম্মাদের 'দেড় মিনিট স্কুল' ফিচার টা অসাধারণ ছিল।😀

    ReplyDelete

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...