গরমে ত্রাহি অবস্থা, এর মাঝে শ্রীমান সিমু নাসের এর ফোন, রস+আলোর প্রচ্ছদ করব কি না। এবার যদিও দুইদিন আগে জানানো হল, কিন্তু সেই থোর বড়ি খাড়া- আবার নাইট ফাইট, শুক্রবার পুরা রাত ইঙ্কিং (চেয়রটা আঁকতেই দুই ঘন্টা লাগছে, আমার চেয়ার)। তারপর ভোর চারটাতেও কারেন্ট না আসায় ঘুম দিলাম। পরদিন নিউ এইজে ল্কালারিঙ্গতা করে মেইল দিলাম। নিউ এইজের চাকরী আর কদ্দিন থাকে কে জানে, কারন সম্পাদক সাহেব যে ক'বার আমার কিউবিকল এ উঁকি দিলেন দেখলেন আমি রস+আলোর কভার আঁকতে ব্যস্ত, এর আগেরদিন এঁকেছি উন্মাদেরটা!
Subscribe to:
Post Comments (Atom)
Caricature: Esha and Shadman
দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...

ইলাস্ট্রেশন হিসাবে ১০ এ ১০
ReplyDeleteকার্টুন হিসাবে ১০ এ ২