April 01, 2011

খোমাক্যাচারঃ কার্টুনিস্ট রিফাত ভাই

এই ভদ্রলোক কে দেখলে নিজেকে অনেক ছোট মনে হয় (ওনার হাইট ৬ ফুটের ওপর) আর এমনই কপাল সে সবসময় ঘোরে আরেক গোলাইয়াথ জুনায়েদ এর সাথে। দু'জন আমাকে দেখলে ফুটখানেক ঝুঁকে বলে 'ক্যামন আছেন মেহেদী ভাই?' যা-ই হোক। এই দু'জন ইনফ্যাক্ট সবচেয়ে স্টাইলিস কার্টুনিস্টও বটেন।

1 comment:

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...