April 26, 2011

আবার রস+আলো

গরমে ত্রাহি অবস্থা, এর মাঝে শ্রীমান সিমু নাসের এর ফোন, রস+আলোর প্রচ্ছদ করব কি না। এবার যদিও দুইদিন আগে জানানো হল, কিন্তু সেই থোর বড়ি খাড়া- আবার নাইট ফাইট, শুক্রবার পুরা রাত ইঙ্কিং (চেয়রটা আঁকতেই দুই ঘন্টা লাগছে, আমার চেয়ার)। তারপর ভোর চারটাতেও কারেন্ট না আসায় ঘুম দিলাম। পরদিন নিউ এইজে ল্কালারিঙ্গতা করে মেইল দিলাম। নিউ এইজের চাকরী আর কদ্দিন থাকে কে জানে, কারন সম্পাদক সাহেব যে ক'বার আমার কিউবিকল এ উঁকি দিলেন দেখলেন আমি রস+আলোর কভার আঁকতে ব্যস্ত, এর আগেরদিন এঁকেছি উন্মাদেরটা!

1 comment:

  1. ইলাস্ট্রেশন হিসাবে ১০ এ ১০
    কার্টুন হিসাবে ১০ এ ২

    ReplyDelete

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...