July 29, 2018

আহসান হাবীব: কার্টুন বাণী

ইদানীং আমার যে কোন টিউটোরিয়ালে মূল যে জিজ্ঞাসাটা পাই সেটা হল- ভাই এটা কোন সফটওয়ার? আসলে সফটওয়ার একটা মাধ্যম মাত্র। সেটা আঁকা শিখায় না, কিছু সময় বাঁচায় আর কিছু ভিন্ন অপশন দেখায়। এই ব্যাপারে আমাদের কার্টুন গুরু, উন্মাদ সম্পাদক আহসান হাবীব দ্য বসের একটা ছোট ড্রায়ং দৃশ্য শেয়ার করা জরুরী মনে হল। আর শেষে তাঁর বাণী। উন্মাদ অফিসে আমার পঁচা মোবাইলে ২০১৫ সালে ধারনকৃত।


3 comments:

  1. উনিও দেখি আমার মতই ১৫-২০ টাকার মেডিকেল প্যাড আর ৫ টাকার ম্যাটাডর বলপেন ইউজ করে।
    ক্যামেরাম্যানের ফাঁসি চাই বাই দা ওয়ে।

    ReplyDelete

চলছে ফরেন কমিকস