ফেব্রুয়ারি, ১৯৯২। মার্ভেল স্টুডিও থেকে বের হয়ে এলেন সে সময়ের কিংবদন্তীতূল্য আর্টিস্ট জিম লি (যাঁর একেকটা বই ৫০ থেকে ৬০ লক্ষ কপি বিক্রি হত), রয় লি'ফিল্ড, টড ম্যাকফার্লেন, জিম ভ্যালেন্টিনোর মত মোট সাতজন। এবং ঝুঁকি নিয়ে বের শুরু করলেন IMAGE COMICS যেখানে প্রথমবারের মত প্রকাশ হতে লাগলো ক্রিয়েটরস ওউনড কমিক্স। মানে যিনি শিল্পী ও লেখকদের কাছেই থাকবে কমিক্স ক্যারেক্টার আর গল্পের কপপিরাইট। মার্ভেল বা ডিসি যেটা কখনোই দিতো না। তারা শিল্পিদের গন্য করত চাকুরিজীবি হিসেবে। কিন্তু আমরা শিল্পীরা নিছক চাকুরিজীবি নই।
আমার ঢাকা কমিক্সের ব্যবসা কাঠামো আর কাজের ধরন পুরোই এই ইমেজ কমিক্স কে ফল করে করা। আগ্রহীরা এই সময়ে সেই বিদ্রোহী আর্টিস্টদের আড্ডাটা দেখতে পারেন।
আমার ঢাকা কমিক্সের ব্যবসা কাঠামো আর কাজের ধরন পুরোই এই ইমেজ কমিক্স কে ফল করে করা। আগ্রহীরা এই সময়ে সেই বিদ্রোহী আর্টিস্টদের আড্ডাটা দেখতে পারেন।
No comments:
Post a Comment