বহুদিন পর ব্লগ পোস্ট লিখছি। এ ক'দিন একেবারে যাকে বলে নাকে মুখে কাজে আটকা ছিলাম। কী কী কাজ করছি সেটা এমনকি শেয়ার করারও সময় হচ্ছিলো না। হিসেব করে দেখলাম গত দুই মাস গড়ে প্রতিদিন ১২ ঘন্টা টানা কাজ করেছি (অফিস বাদে ;P) এবং এ বছর জীবনের সবচেয়ে প্রডাকটিভ বছর গিয়েছে। যা যা করেছি তার একটা সংক্ষিপ্ত তালিকা দেয়া যাক-
১. উন্মাদে দেড় যুগ
৩.ইঁদুর এবং দুষ্টু হাতি
এই বইয়ের কথাই কেবল ব্লগে এর আগে বলেছি। মুহম্মদ জাফর ইকবাল এর নতুন বই। এর আগে নিজের প্রকাশনী থেকে রুহান রুহান করলেও নতুন এবং চিল্ড্রেন বুক এবারই প্রথম, বেশ আনন্দ নিয়ে করেছি কাজটা।
৩.ছড়াব্যাঞ্জন
রোমেন রায়হান দ্য গ্রেইট এর ছড়ার বই,
আমার পড়া এই পর্যন্ত ব্যঞ্জনবর্ণ শেখার সেরা 'নন্সেন্স রাইম'। একটা পৃষ্ঠা তুলে দি'
তবে এই বইও টই টই প্রকাশনী শেষ মুহুর্তে অজানা কারণে মেলায় আনেনি :/
৪. রুহান রুহান ঃ সক্রেটিস
রুহান নামক গন্ধমাদনের তিন নাম্বার পার্ট।
৫. বীরশ্রেষ্ঠ মুনসী আব্দুর রউফ
বীরশ্রেষ্ঠ মুনসী আব্দুর রউফ নিয়ে কিশোর আলোর জন্যে কমিক্স। কি যে তাড়াহুড়ায় আঁকা।
১. উন্মাদে দেড় যুগ
আমার উন্মাদ জীবন নিয়ে দীর্ঘ ৯৬ পৃষ্ঠার ব্যক্তিগত কথন, মানে রীতিমতন লেখক হিসেবে আত্মপ্রকাশ। এটা আসলেই আমার জন্যে বিরাট ব্যাপার। আরো বিরাট ব্যাপার হল এই বইয়ের কার্টুন এঁকে দিয়েছেন আহসান হাবীব স্বয়ং!
২.আঁকিবুকির কলাকৌশল
আঁকাআঁকি নিয়ে তুলনামূলক ছোটদের জন্যে আরেকটা বই। কিন্তু দুঃখের বিষয় হল যাঁদের প্রকাশ করার কথা (প্রকৃতি পরিচয়) তাঁরা স্টল পান নাই, ফলে এক মাস আগে বই দিয়ে দেবার পরেও সেটা আলোর মুখ দেখেনি- সেই সাথে বই আরো কয়েক পৃষ্ঠা বাড়ানো যায় কি না ইত্যাদি আলোচনায় কিছুদিন স্থগিত থাকলো প্রজেক্ট। তবে পুরোটা একটানে শেষ করেছিলাম।
৩.ইঁদুর এবং দুষ্টু হাতি
৩.ছড়াব্যাঞ্জন
রোমেন রায়হান দ্য গ্রেইট এর ছড়ার বই,
আমার পড়া এই পর্যন্ত ব্যঞ্জনবর্ণ শেখার সেরা 'নন্সেন্স রাইম'। একটা পৃষ্ঠা তুলে দি'
তবে এই বইও টই টই প্রকাশনী শেষ মুহুর্তে অজানা কারণে মেলায় আনেনি :/
৪. কক্সবাজারের কাকাতুয়া
চ্যানেল আই এর প্রজেক্ট, তাঁদের ছোটকাকু সিরিজ থেকে করা কমিক্স, ৪০ পৃষ্ঠার চার রঙা বই, কালার এ সাহায্য করেছে রিও ষুভ। মজার একটা অভিজ্ঞতা ছিল কাজটা, তত্ত্বাবধানে ছিলো ক্যাফে হলিউড এর শিপলু ভাই।
৪. থ্রো-ইন
সাজ্জাদ ভাই (সাজ্জাদ কবীর) এর নতুন বই। এই নিয়ে তাঁর চারটা বই পুরো ইলাস্ট্রেশন করলাম, এটা অনেক তাড়াহুড়া নিয়ে করতে হয়েছে, মাঙ্গায় হাফটোন ডট দিয়ে করা কাজ। প্রিন্ট এসেছে দূর্দান্ত।
৪. রুহান রুহান ঃ সক্রেটিস
৫. বীরশ্রেষ্ঠ মুনসী আব্দুর রউফ
বীরশ্রেষ্ঠ মুনসী আব্দুর রউফ নিয়ে কিশোর আলোর জন্যে কমিক্স। কি যে তাড়াহুড়ায় আঁকা।
৬. সাই-ফাই কমিক্স সংকলন
বহুল প্রতিক্ষীত সাই-ফাই সংকলন। এটা এই বছরের সেরা কমিক্স বলা যায়। আমি এঁকেছি মুহম্মদ জাফর ইকবালের পরাবাস্তুতার জগতে।
৭. অনুরোধের আসর
২ টা অনুরোধের কভার করতে হল। মাশুদুল হক এর ঝিং এর শিং আর ঝংকার মাহবুব এর হাবলুদের জন্য প্রোগ্রামিং।
৮. উন্মাদ এর স্টিকার আর পোস্টার
বহুদিন পর এবারে উন্মাদ স্টল পেয়েছি, সেই সুবাদে আবার নতুন পোস্টার আর স্টিকার।
এক টানা কাজে হাঁফ ধরে যাওয়ায় এবারে কিছুদিন ব্রেক। কাল যাচ্ছি সুন্দরবন- করমজল- দুবলার চর- নীলকমল- হিরণ পয়েন্ট। লাইফিজগুড।
Orrree Khaise !!! Eibar ektu Dom nao ! :D
ReplyDeleteবিশাল দম নিসি, চার দিন সুন্দরবন এ কাটাইলাম। নো নেটওয়ার্ক, নো কাজ।
DeleteJosh !! Shotti shotti dom nie ashso !! :D
Deleteএবারের বইমেলার কয়েকটি আফসোসের মধ্যে একটি,
ReplyDeleteঅনেক ঘুরেও ইঁদুর ও দুষ্ট হাতি বইটার প্রকাশনী খুঁজে পাইনি। :/
চন্দ্রদ্বীপ প্রকাশনী ছিল
Deleteঘুরেফিরে চন্দ্রাবতী প্রকাশনীই পেয়েছি খালি। স্টল নাম্বার জানা নাথাকার কারনে চন্দ্রদ্বীপ পাইনি :v
Deleteyou are working so hard mehedi vai
ReplyDeleteand enjoyed it :)
ReplyDeletelife is good. :D
ReplyDelete