January 18, 2016

ইঁদুর ও দুষ্টু হাতি


এবারে বইমেলা সামনে রেখে খুব অর্গানাইজড ভাবে কাজ করছিলাম, এর মধ্যে একের পর এক ল্যাটারালি অন্য কাজ ঢুকে যাচ্ছিলো। বেশীরভাগই বিভিন্ন 'ভাই'দের কাজ। না করা যাচ্ছেনা, উপায়ন্তর না দেখে ইতিমধ্যে 'হাউ টু সে নো' ধরনের ব্লগিয় পোস্ট ও দুই চারটা পড়ে ফেলেছি। পরে সিদ্ধান্ত নিলাম যেই ফোন করুক স্ট্রেইট বলে দেব- নো। কারণ আসলে অনেক পাতা কাজ বাকী। দিনে ১০ থেকে ১২ ঘন্টা এঁকেও কুলানো যাচ্ছে না (এবারে আমার নিজের লেখা বই-ই আছে ৫ টা! বইয়ের ফ্যাক্টরি, আর কমিক্স আঁকতে হচ্ছে ১৫০ পৃষ্ঠা, সম্পাদনা ও আছে আরেকটা এনিমেশন প্রজেক্ট যেটায় আমি যেতেই পারছি না)। যাই হোক পরেরদিন মুখ শক্ত করে আঁকতে বসেছি, এমন সময় ফোন এল- মনে মনে কঠিন হয়ে তাকালাম। স্ক্রিনের নাম- জাফর ইকবাল স্যার।
এ জীবনে আর না বলা শেখা হল না দেখে মোটেও দুঃখিত না হয়ে ফোন ধরলাম,

-মেহেদী কী অবস্থা, তোমার ব্যস্ততা কেমন?
- ভাল স্যার, কোন ব্যস্ততা নাই।
- ও আচ্ছা আমার একটা ছোটদের বই এঁকে দিতে পারবা? ওই প্রকাশকদের আঁকিয়ে খুজঁতে দিলে জানোই তো। তাহলে আমি তোমার নাম্বারটা ওদের দিয়ে দেই?
- অবশ্যই স্যার, হ্যাঁ স্যাঁর, জ্বী স্যার, হেহেহে (ইত্যাদি)


প্রথমে পেইনটারলি করে করব ভাবলেও পরে সময় স্বল্পতায় এভাবে নামালাম।
বইটা দুইদিনে এঁকে শেষ করেছি, 
লাইফ ইজ গুড :)



1 comment:

  1. এই কাজটির ভিডিও দেখেছিলাম। দারুন এবং মজার :D

    ReplyDelete

চলছে ফরেন কমিকস