January 26, 2016

ছোটকাকু কমিক্স

এইরকম প্রডাক্টিভ বছর আর আগে কখনো কাটাইনি। কী কী কাজ করেছি সেটার লিস্টি যে লিখব আপাতত সেই সময়টাও মিলছে না। এবং এখন পর্যন্ত সবই গুড নিউজ। আপাতত জানানো যাক আফজাল হোসেনের নাটক থেকে কমিক্স করছি। আর সেটা আঁকতে আমাকে ডেকেছিলেন তিনি স্বয়ং :)। যদিও পরে অন্যভাবে কাজটা হল শিপলু (Cafe Hollywood) ভাইয়ের মাধ্যমে। আসছে বইমেলায় রিলিজ হতে যাচ্ছে এই ৪০ পাতার কমিক্স। 

20140310_123829
প্রমাণ 
মার্চ ১০, ২০১৫, চ্যানেল আই অফিস।

1 comment: