March 08, 2016

কয়লাকান্তির হাড়







৬০ পেইজ দাদু-নাদু পেন্সিল করে রেখেছিলাম গত নভেম্বার এ। দূর্দান্ত লেগেছে কাজটা করতে। আর ইদানীং ম্যাঙ্গার পেন্সিল টুলটা দিয়ে বেশীক্ষণ আঁকলে হাত ব্যাথা হয়ে যায়, কারণ এটায় প্রেশার দিয়ে দিয়ে আঁকা লাগে। এবারে তাই পেন দিয়ে ডিরেক্ট আঁকা, দেখলাম এটা আরো ভাল কাজে দেয়, মোটামুটি একবারেই ফাইনাল ফর্ম টর্ম হয়ে গেল। এরপরে খালি আরেক পোঁচ ইংক। গেল বছর টের পেলাম লেখাটা আঁকার চেয়ে অনেক সহজ। লেখার গতিতে আঁকা গেল যে আরো কত কী এঁকে ফেলতাম, আইডিয়া কিলবিল করে কিন্তু সেটা এঁকে নামাতে গেলে অনেক সময় দরকার।
তারপরেও এই গামা সাইজ কমিক্সটা এবার নামাচ্ছি, যা আছে কপালে।

1 comment:

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...