আঁকান্তিস এ চলছে Heroweek, যে যার ছোটোবেলার হিরো আঁকবে।
আমার ছোটবেলার হিরো টারজান (রেফারেন্স থেকে অলমোস্ট ট্রেস করে আঁকা) - ইত্তেফাক এর থার্ড পেইজ এ টারজানের স্টৃপ বের হত। দেখে দেখে ইকোনো ডিএক্স দিয়ে সেটা নিউজপৃন্ট এর প্যাড এ প্রায় প্রতিদিন আঁকতাম। সেই থেকেই ড্রয়িং করার আগ্রহ শুরু। আমার জীবনের দেখা অন্যতম গ্রেট এই স্ট্রিপ এর আঁকিয়ে রাসেল জর্জ ম্যানিং (রাস ম্যানিং) ইদানীং যতই ঘাঁটছি ততই বুঝতে পারছি কি অসাধারণ আঁকিয়ে ছিলেন তিনি। একমাত্র ফ্র্যাংক ফ্রাজেত্তার আঁকাকেই এর ধারে কাছে বিবেচনা করা যায়। আগ্রহীরা ঘুরে আসুন তাঁর আর্কাইভ http://www.erbzine.com/mag8/0830.html
( আমার ছোটবেলার প্রথম হিরো আসলে রাস ম্যানিং।)
( আমার ছোটবেলার প্রথম হিরো আসলে রাস ম্যানিং।)
No comments:
Post a Comment