September 12, 2015

মাউস এ আঁকা

আঁকান্তিস গ্রুপ এ একজন পোস্ট দিল সে মাউস এ কিভাবে আঁকবে সেটা বুঝতে পারছে না। আসলে মাউস আঁকার কোন জিনিস না। যেটা করা যায় সেটা হল হাতে এঁকে (পেন্সিল কলম) স্ক্যান করে বা ছবি তুলে সেটা মাউস এ কালার করা। দুনিয়ার প্রথমদিকের সব ডিজিটাল ড্রয়িং মোটামুটী এভাবেই করা হত। তাও তাকে কিছুটা দেখিয়ে দেয়া যায় কি না ভেবে এই কুইক টিউটোরিয়াল
তার কাজটার ওপর পেন টুল দিয়ে পাথ করে একটা সিলেকশন করে সেটা ফিল করলাম।
অন্য লেয়ার এ করে সেটা মাল্টিপ্লাই মোড এ নিয়েছি যাতে নীচের রাফ ড্রয়িংটা দেখা যায়-
এই রাফ ড্রয়িংটা অন্তত হতে কলমে করাই ভাল।

এবারে লেয়ার এর উপরে ট্রান্সপারেন্সি লক বলে একটা বাটন আছে সেটা ক্লিক করলাম।
এটা অন করলে সেই লেয়ার এর একমাত্র ড্রয়িং যট্টুকুতে করা হয়েছে সেটা বাদে বাকি যতটুকু ট্রান্সপারেন্ট সেটা ইন
একটিভ হয় যায়, ফলে যত ইচ্ছা আঁকেন মূল আঁকার বাইরেরে সাদা অংশে দাগ পড়বে না। ডিজিটাল পেইন্ট এর জন্যে দারুণ জিনিস।

যে কোন কালার ফিল (Alt+backspace) করলাম

গ্রেডিয়েন্ট টুল (G) নিলাম এটায় একটা সমস্যা বাই ডিফল্ট থাকে সেটা হল একদিকে সিলেক্টেড রংটা থাকলেও
অন্য দিকের টোনটা থাকে সাদা, এটা এড়াতে টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এন্টার চাপুন প্রথম সারির দ্বিতীয়টা সিলেক্ট করুন।

মাউস এ আঁকা (জানটা শেষ)

No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...