August 09, 2015

শিকারী লুলেংঃ আমার লেখা গল্প

আমার একটা গলপ ছাপা হয়েছে এবারের কিশোর আলো পত্রিকায়। আমি গল্পকার না, তাহলে এর রহসয় কী? রহসয় খুবই সরল। এর রহসয় আমার আলসেমী। আসলে এটা একটা বড় কমিক্স এর থিম আকারে লিখেছিলাম। সেটা আর আঁকাই হচ্ছিলো না। কোন কিছু এভাবে থেমে থাকলে আমি যেটা করি সেটা হল যেচে কোথাও পাঠিয়তে নিজেই একটা ডেডলাইন নিয়ে নেই। এবারেও তাই হল। পাঠিয়ে দিলাম সিমু ভাইকে। মজা হল থিমটাই ওনার বেশ পছন্দ হয়ে গেলো। আমারও মাথায় আসলো এত কষ্ট করে আমার সব আইডিয়াই কমিক্স না করে ইলাস্ট্রেটেড গল্প আকারে নামিয়ে দি'। তারই ফল এই শিকারী লুলেং। আগ্রহীরা কিশোর আলো থেকে গল্পটা পড়ে নিতে পারেন।


3 comments:

  1. আপনার ব্লগের লেখা পড়লাম ভালো লাগলো। আপনি ভালো লিখতে পারেন। আপনার মত যারা লিখতে ভালোবাসেন তারা lekhok.club এ লিখতে পারেন।

    ReplyDelete
  2. চাইলে আপনি আপনার এই ব্লগের জন্য একটি ফ্রী ডোমেইন পেতে পারেন। আপনার নাম.lekhok.club এই নামটি আপনার ব্লগের জন্য খুব ভালো হবে।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...