February 14, 2012

বাসন্তি খাম


গতকালের খাম। পুরো মেলায় কাল বসেছিলো বাসন্তি হাট, বছর তিনেক আগেও বসন্ত এত ঘটা করে ঢাকায় নামতো না। এই ১৩'ই ফেব্রুয়ারিতে আমাদের নিজেদের একটা উৎসব থাকাটা আমার কাছে দারুণ লাগছে। এর হলদে রঙের নীচে যেটা আমাদের না এমন- ১৪'ই ফেব্রুয়ারিটা অনেকটা চাপা পরে।

1 comment:

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...