March 22, 2020

করোনা সতর্কতা কার্টুন: Behind the scene


সারা পৃথিবী এখন একটা শব্দতে আটকে আছে, 'করোনা'।
এই নামের ভাইরাসটি ইতিমধ্যে দশ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটিয়েছে, আর অবিশ্বাস্য দ্রুত গতিতে সেটা ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীতে। এর থেকে কিছুটা হলেও রক্ষা পাবার একমাত্র উপায় হল একজনের সাথে আরেকজনের ছোঁয়া এড়িয়ে চলা। সেটা করতে গিয়ে সবথেকে নিরাপদ হল নিজেদের বাসায় আটকে ফেলা। যে মানুষটা সহসা বাসায় সময় দিতে পারেনি, কাজের জন্যে পরিবারের অনেকের সাথে দেখাও হত না, সেও এখন বাসায় আটকা। এ ছাড়া আর খুব বেশি কিছু মানুষের করার নেই, কারণ এই লেখাটা লেখা পর্যন্ত এই ভাইরাসের কোন কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হয় নি। 

আমার এমনিতেই বেশ ক'দিন ধরে সিজনাল ফ্লু চলছিলো, এমন সময় এই ভাইরাস ভাইরাল হওয়াতে বাসায় নিজেকে আটকে ফেললাম বাসায়, যদিও দুটো বড় প্রজেক্ট চলছে সমান্তরালে, তারপরেও যেহেতু সারাদিনই বাসায় আছি তাই কিছু এক্সট্রা সময় বের করাই যায়। ক'দিন টানা কিছু করোনা সতর্কতামূলক কার্টুন এঁকে ফেললাম। প্রথম আলোতে তা ছাপাও হল। সেই ড্রয়িংগুলি কিভাবে করা হল তা ছবি তুলে রেখেছিলাম, এবারে এখানে তুলে দিচ্ছি।

যে কোন ক্যারেক্টার ড্রাফট আমি এখনো খাতায় করি। এটা আমার বেশ প্রিয় সাশ্রয়ী নিউজপ্রিন্ট খাতা,
আর সাথে আছে পাইলট কম্পানির 6B Croquis লিড পেন্সিল, তবে যে কোন পেন্সিলেই আঁকা যায়।

রাফ ক্যারেক্টার আইডিয়া। করোনা সতর্কতা মেসেজগুলি ছোটদের মাঝে কিছু বাচ্চা সুপারহিরোদের দিয়ে বলানোর আইডিয়া।
সব নাম ও ক্যারেক্টার ও নাম শেষ পর্যন্ত যদিও এরকম ছিলো না।

মোটামুটি আইডিয়া নিশ্চিত হবার পরে সেই হাতে আঁকা ড্রাফট পৃষ্ঠাতা স্ক্যান করা চলছে। রেজোলিউশন ৩০০ তে রাখলেই চলছে।

আমার সবচেয়ে কম ব্যবহৃত ড্রয়িং ডিভাইস সিনটিক। এটায় কিছুক্ষণ আঁকলেই আমার কাঁধের ব্যাথাটা বাড়ে তাই কম আঁকা হয়। এমনিতে ভাল জিনিস।

ফাঁকতালে কাজের জায়গাটা দেখাই। মূল কাজের টেবিল দূরে দেখা যাচ্ছে।

স্ক্যান করা পেন্সিল রাফ সরাসরি এবারে ক্লিপ স্টুডিওতে খুলে নিলাম।

একটা ক্যারেক্টার আলাদা করে লেয়ারে নিয়ে সেটার ওপাসিটি কমিয়ে নিলাম।

এবারে সরাসরি ইংক না করে আমি আরেকটা লেয়ারে কিছু ঠিকঠাক করে একটা ক্লিন পেন্সিল করে নেই। নইলে পরে প্যাঁচ লাগে।

পছন্দের পেনে ইংক।

ব্যস, এবারে ইচ্ছামত কালার।

সব ক্যারেক্টার।

প্রথম আলোর গোল্লাছুট পাতায় মাহফুজ রহমানের দারুণ ছড়ার সাথে মিলে যেভাবে ছাপা হল পরে।

ক্যারেক্টার ডিজাইনগুলি ইচ্ছে করেই খুব সিম্পল করে করার কারণ হল সদ্য শেখা এনিমশনের কিছু জ্ঞান ফলানোর ইচ্ছে।
MOHO নামের সফটওয়ারে নিয়ে একটা ক্যারেক্টার এবারে ট্রেস করছি ভেক্টর লেয়ারে। চাইলে র‍্যাস্টারেও করা যায় যদিও।

BONE RIGGING

টুকটাক ভয়েস ও এনিমশন যোগ করার পর এক্সপোর্টিং।

বেড়াছেড়া ভাবে যা দাঁড়াল তা এই।


কাজ যেমনই হোক করে বেশ আনন্দ পেয়েছি, আর তার চেয়েও বেশি ভাল লেগেছে যে এই সব ম্যাটেরিয়াল আপ করার পর বেশ কিছু সংগঠন নিজ যোগাযোগ করেছে মূল ফাইলগুলির জন্যে। সেগুলি প্রিন্ট করে বিলানোর জন্যে। এরকম আরো কেউ থেকে থাকলে তাঁদের জন্যে মূল ফাইলগুলি এখানে তুলে দিলাম- 


সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন, ভাল থাকুন।

No comments:

Post a Comment

চলছে ফরেন কমিকস