October 31, 2019

যেভাবে একজন বিরক্তিকর 'ফেইসবুক আর্টিস্ট' হবেন: ১ম ধাপ


১. যা-তা একটা কিছু এঁকে নিজের খোলা 'art of ...' পেইজে পোস্ট করুন, এর পর দেশে বিদেশে যত আর্ট গ্রুপ আছে সেখানে পেইজ থেকে শেয়ার দিন, সাথে লিখুন if you want to see more please like my page

২. স্ক্রল করুন আজ ফেইসবুকে কী ট্রেন্ড চলছে, সেটা নিয়ে কোনরকমে একটা কিছু দাঁড়া করান, ফটো ট্রেস করে আঁকলে আরো ভালো হয়, আর সাথে কিছু কান্না কান্না দেশপ্রেম বা উগ্র নীতিবাক্য লিখে দিন শেষে লিখুন- 'আমরা কি পারি না... ইত্যাদি ইত্যাদি'

৩. ড্রয়িং যেহেতু কোন বিষয় না সেহেতু সেটা বাদে আর সবই করুন, স্টাডির কোনই দরকার নেই, কোন একটা ড্রয়িং ট্রেন্ড ধরুন, ট্রেন্ড যাতে ছুটে না যায় সে জন্যে তাড়াতাড়ি নিজে যা পারুন তার চেয়ে ২০০% পঁচা করে একটা কিছু এঁকে পোস্ট দিন।

৪. এটেনশন পাবার জন্য-
  • বাথরুম নিয়ে ফান করুন।
  • নিজেকে স্মার্ট ও বিপ্লবী বোঝাতে যত গালি আছে সেগুলি ডায়ালগে রাখার চেষ্টা করুন।
  • রাজনীতি নিয়ে কোন রকম পড়াশোনা না থাকলেও সব রাজনৈতিক (ট্রেন্ডি) বিষয় নিয়ে একটা কিছু জোড়াতালি দিয়ে ছাড়ুন।
  • প্রচলিত জনপ্রিয় কৌতুক এঁকে নিজের নামে চালিয়ে দিন। 
৫. আঁকুন ১০% প্রচার করুন ৯০%।



8 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. যা বললে ভাই, তাতে কিন্তু অনেকের কাছেই দুশমন হিসেবে গন্য হবে।

    ReplyDelete
  3. ভাই বাথরুম নিয়ে ফান ব্যাপারটা বুঝলাম না... এইটা কি এডাল্ট জোক টাইপ কিছু বুঝাচ্ছে??

    ReplyDelete
    Replies
    1. বাথরুম না আসলে, মল মূত্র এঁকে সেটাই একমাত্র হাসানোর বস্তু হিসেবে দেখানোটা।

      Delete

চলছে ফরেন কমিকস