January 21, 2017

Goodbye Holiday building

নিউ এইজ এ আমি জয়েন করি ২০০৩ সালের ৭ ই জুন। তখন সবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে (নগর ও অঞ্চল বিভাগ এ) ভর্তি হয়েছি। আমার আব্বা আজিজুল হক বান্না একদিন এসে বললেন নতুন একটা ইংরেজী পত্রিকা খুলবে, নিউ এইজ, সম্পাদক হবেন এনায়েতউল্লা খান। প্রেস ক্লাবে কথা প্রসঙ্গে সেই পত্রিকার আরেক সাংবাদিক নুরুল কবীর কে বলেছিলেন আমার কথা। আমি উন্মাদ এ কাজ করি শুনে তিনি নাকি বলেছিলেন আমাকে পাঠিয়ে দিতে, তাঁদের একজন কার্টুনিস্ট দরকার।

কথাবার্তা শেষে সেখানে সাত হাজার টাকা বেতনে আমার কন্ট্রাকচুয়াল চাকরি হয়ে যায়। তখন আমার বয়স আঠারো বছর ছয় মাস। সেই থেকে আজ পর্যন্ত কতবার যে আমি এই পুরোনো রঙ ওঠা দালান এ ঢুকেছি। কেমন আপন হয়ে গেছে এই আদ্যিকালের বিল্ডিং টা। সেটা সময়ের প্রয়োজনে এখন আমাদের সবারই ছেড়ে নতুন দালান এ যেতে হবে। ভাবলাম একটা ছবি তুলে রাখি। কারণ এই দীর্ঘ এক যুগেও এই বিল্ডিং এর সামনে আমার কোন ছবি নেই, ছবি তুলে দিলো আমাদের অফিসের ইলেক্ট্রিশিয়ান নয়ন।
বিদায় তেজগাঁও ৩০
ভাল থেকো, মনে রেখো আমার জীবনের একটা বড় সময় আমি তোমার সাথে কাটিয়ে গেছি।

2 comments:

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...