April 05, 2016

সুন্দরবন স্কেচলগঃ ২০১৬

মার্চ এর প্রথম সপ্তাহ (৩-৮), আমার (শ্মশান আর দূর্ভিক্ষ বাদে) প্রায় সর্বকাজের সাথে শ্যামদেশীয় ভাইয়ের মত - যুগের অধিক সময় ধরে একসাথে থাকা বন্ধুদল মিলে গেলাম সুন্দরবন, শুনে যতটা রোমান্টিক মনে হচ্ছে আসলে তেমন হয়নি। প্রায় চারদিন দুইপাশের গাছগাছালি দেখতে দেখতে এইজ অফ টুমরো ছবির নায়কের দশা হবার জোগাড়। তার ফাঁকে পণ করেছিলাম সেই আগের মত আবার ডায়েরি প্লাস স্কেচ বুক চালাবো। খুব একটা জুত করতে না পারলেও ফাঁকে ফাঁকে ঠিকই প্রায় প্রতিদিন কিছু ড্রয়িং করেছি, তার থেকে কয়েক পৃষ্ঠা, পারলে (ধৈর্য্যে কুলালে) আমার সাংকেতিক ভাষার মত হাতের লেখার সাবটাইটেল টাইপ করে দিবোনে' পরে।













No comments:

Post a Comment

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...