কলকাতার দীপন পত্রিকার জন্যে একটা লেখা তৈরী করেছি ক'দিন আগে। জুলফিকার নাইয়া নামের এক ভদ্রলোক সেটার সম্পাদক। বেশ নিপাট ভদ্রলোক। সেই কলকাতা থেকে ফোন করে করে লেখাটা আদায় করে নিলেন। সেই সাথে তাঁর পত্রিকার আরেকটা লেখার জন্যে নিজের সংক্ষিপ্ত কমিক্স সম্পর্কিত সিভি তৈরী করতে গিয়ে খেয়াল করলাম আমার প্রথম কমিক্স আসলে বের হয়েছে সেই ১৯৯৯ সালে। আহসান হাবীব সম্পাদিত 'মৌলিক' নামের সায়েন্স ফিকশন পত্রিকায়। তখন আমি ক্লাস টেন এ পড়, বয়স ষোল। আমার পুরোনো ডায়েরী ঘাঁটতে গিয়ে সেটার কপি খুঁজে পেলাম। কমিক্স দেখে মনে হল এই ক' বছরে খুব একটা এগোতে পারিনি। পুরানো কাজ খুঁজে পেলে কেমন অদ্ভূত অনুভূতি হয় - অনেকটা সময় পরিভ্রমণের মতন উত্তেজনা। যাই হোক, কমিক্সটা তুলে দি',
Subscribe to:
Post Comments (Atom)
Caricature: Esha and Shadman
দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...








No comments:
Post a Comment