June 21, 2015

ঢাকা কমিক্স এর ব্যানার


ইন্টারনেট দুনিয়ায় ঢোকার পরে কাজের চেয়ে আকাজের মাত্রা বেড়েছে। কিছু এঁকেই সেটা শেয়ার, এডিট, ইত্যাদি করতে করতেই যায়। এখন আবার যোগ হয়েছে ভিডিও এডিট। Camtasia নামের একটা ভিডিও এডিটিং ও স্কৃন ক্যাপচার সফটওয়ার নামিয়েছি। যা-ই আঁকি ভিডিও করি। মজাই লাগে। এটা ঢাকা কমিক্স এর ফেইসবুক পেইজ  এর ব্যানার এর জন্যে করা।

No comments:

Post a Comment

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...