January 15, 2015

ফিরে দেখা ২০১৪

২০১৪ অনেক ঘটনাবহুল হয়ে থাকলো আমার জন্যে, ২০১৫ এর জানুয়ারি ২ তারিখ এ মিতু'র সাথে বিয়ে হল আমার ঃ)। লাইফ ইজ বিউটিফুল।
ভালো কথা গায়ে হলুদ এর আগের দিন অফিসে বসে নীচের কম্পাইলেশন টা শেষ করি। আর সেই সাথে ইয়ার এন্ডিং এর আরেকটা কার্টুন।













No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...