August 26, 2014

Photo Painting

এ ক'দিন বর্ষাকালীন সর্দি জ্বর বাঁধিয়ে বাসায় ঝিমাচ্ছি। একেবারে আক্ষরিক অর্থেই রেস্ট নিচ্ছি। বই পড়া মুভি দেখা আর ঘুম। কাল সন্ধ্যায় ফেইসবুক খুলে সেখানে তানবিন আমিন এর তোলা একটা ফটো দেখে সেটায় একটা ড্রাগন বসিয়ে আঁকলাম। যদিও কম্ন ভিজুয়াল তাও কাজটা মজা লাগে করতে।

No comments:

Post a Comment

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...