এই একটা সিরিজ করে বেশ মজা পাচ্ছি, স্টোরি তো বটেই, আঁকতে গিয়েও যা ইচ্ছে তাই করে করছি। কোন টেনশন ছাড়া। টেনশন ছাড়া আঁকলেই আসলে মজার ড্রয়িং গুলি বের হয়। আর এটার আরেকটা মজা হল পুরোটাই সাদা কালোয়। এটার মাঙ্গা স্টাইলের একটা নিউজপৃন্ট ট্রেড পেপার ব্যাক বেরুতে যাচ্ছে। বলা যায় পুরোটাই ট্রায়াল রান। তবে এই ট্রায়াল রানটি বেশ ভালো প্রভাব ফেলেছে পাঠকদের অপর। ক'দিন আগে বাকুমান নামের মাঙ্গা দেখলাম। দুই কমিক্স আঁকিয়ে হতে চাওয়া কিশোরের গল্প। দারুণ লাগলো। সেখানে কমিক্স এর একজন এডিটর থাকে (নাম মনে নাই) কথার ফাঁকে ফাঁকে সে কমিক্স আঁকিয়েদের জন্যে দারুণ সব উপদেশ দেয়। একটা ছিল 'কিভাবে জনপ্রিয় হবে সেটা ভেবে সিরিজ আঁকা যায় না। সেটার কোন সেট রুল নাই। যদি থাকতো তবে পৃথিবীর সবাই সেই নিয়ম মেনে একের পর এক জনপ্রিয় কমিক্স করে যেত। বরং আর্টিস্ট এর যেটা ভাল্লাগে সেটা শুনতে যতই আজব লাগুক না কেন দেখা যায় সেই যাচ্ছেতাই বা স্বতঃস্ফূর্ত কাজটাই কিভাবে যেন জনপ্রিয় হয়' সিরিজটা আমাকে বেশ প্রভাবিত করেছে।
July 12, 2014
Rishad 03
এই একটা সিরিজ করে বেশ মজা পাচ্ছি, স্টোরি তো বটেই, আঁকতে গিয়েও যা ইচ্ছে তাই করে করছি। কোন টেনশন ছাড়া। টেনশন ছাড়া আঁকলেই আসলে মজার ড্রয়িং গুলি বের হয়। আর এটার আরেকটা মজা হল পুরোটাই সাদা কালোয়। এটার মাঙ্গা স্টাইলের একটা নিউজপৃন্ট ট্রেড পেপার ব্যাক বেরুতে যাচ্ছে। বলা যায় পুরোটাই ট্রায়াল রান। তবে এই ট্রায়াল রানটি বেশ ভালো প্রভাব ফেলেছে পাঠকদের অপর। ক'দিন আগে বাকুমান নামের মাঙ্গা দেখলাম। দুই কমিক্স আঁকিয়ে হতে চাওয়া কিশোরের গল্প। দারুণ লাগলো। সেখানে কমিক্স এর একজন এডিটর থাকে (নাম মনে নাই) কথার ফাঁকে ফাঁকে সে কমিক্স আঁকিয়েদের জন্যে দারুণ সব উপদেশ দেয়। একটা ছিল 'কিভাবে জনপ্রিয় হবে সেটা ভেবে সিরিজ আঁকা যায় না। সেটার কোন সেট রুল নাই। যদি থাকতো তবে পৃথিবীর সবাই সেই নিয়ম মেনে একের পর এক জনপ্রিয় কমিক্স করে যেত। বরং আর্টিস্ট এর যেটা ভাল্লাগে সেটা শুনতে যতই আজব লাগুক না কেন দেখা যায় সেই যাচ্ছেতাই বা স্বতঃস্ফূর্ত কাজটাই কিভাবে যেন জনপ্রিয় হয়' সিরিজটা আমাকে বেশ প্রভাবিত করেছে।
Subscribe to:
Post Comments (Atom)
কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন
হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
সাধারণত আমার ব্লগে আমি আমার রাজনৈতিক কার্টুন নিয়ে লিখি না। ব্যস্ততার কারণে ব্লগ লেখাও কমে গেছে। তবে এই ঘটনাটা নিয়ে বিশদ লিখতে গিয়ে ব্লগই বেছ...
No comments:
Post a Comment