October 17, 2010

ল্যাববাড়ি, দাদু


ওয়াটার কালার ডুডল, আরো ডিটেইলে যাবো এই হপ্তার মধ্যে
ইন্সপায়ারড বাই আগের হুদাই পোস্ট। আমি প্রায় রাতে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্য দিয়ে ফিরি। রিক্সার অলস গতির সাথে সাথে বেশ ইন্টারেস্টীং কিছু ফর্ম প্রতিদিন দেখি, তার মধ্যে একটা হল ভাঙ্গাচোরা পুরোনো একটা ফ্যক্টরি। পেছনে হাফ থালা গ্যাম্বোগ ইয়েলো চাঁদের সাথে যখন সেটা একসাথে ওঠে-- দেখতে অদ্ভুত লাগে।

এই মুহুর্তে চলতে থাকা 'দাদুর মশা নিধন অভিযান' গল্পের দাদুর বাড়িটার ডিজাইন এই ফ্যক্টরিটা থেকে নেয়া...

2 comments:

  1. হুমম মেহেদী ভাই। আপনার লেখায় নিয়মিতই নজর রাখছি। মধ্যে বড় বিরতি দেখে ভাবছিলাম তাগাদা দিব। কিন্তু নিজেই একটু ব্যস্ত থাকার জন্য তাগাদা দেওয়া হয়নি। ইতমধ্যে আমি গ্রাফার ওয়েব সাইটে ঘোরাঘুরি করেছি। ইউটিউবে আপনার বানানো একটা এনিমেশনও দেখলাম।
    যাই হোক, এখানে নিয়মিত আপনার লেখা দেখতে চাই। :)

    আচ্ছা, আপনি কি "The Pixar Story" দেখেছেন? যদি না দেখে থাকেন, তবে দেখে নিতে পারেন। পিক্সারের এনিমেশন তৈরির কাহিনী নিয়ে ডকুমেন্টারী টা তৈরি হয়েছে। ডাউনলোড লিংক হল http://stagevu.com/video/nioonvzekqtp
    আকারে বেশ বড় অবশ্য (৫০০ মেগা প্রায়)। তবে আপনার অফিসের হাই স্পিড নেট কানেকশনে তাড়াতাড়িই নামিয়ে নিতে পারবেন :)।

    ভাল থাকবেন।

    ReplyDelete
  2. ইন্টারনেটে সদরঘাট নিয়ে সার্চ করতে গিয়ে প্রথম আপনার ব্লগটি নজরে এসেছিল।
    আজ আবার দেখলাম। এত ছবি সমৃদ্ধ সাইট! আমার ডায়ালআপ লাইনের উপর বেশ প্রসার পড়লো!
    আচ্ছা বাংলা ব্লগ সাইটের জন্য বাংলা হেড দিলে হত না?
    www.shihabbd.blogspot.com

    ReplyDelete

চলছে ফরেন কমিকস