July 23, 2010

হনুমানের স্বপ্নভঙ্গঃ ০১



ফেবার কাসেল কালার পেন্সিলে আঁকা শুরু হইলো আবার। এখন থেকে কিছুদিন ওই হাবিজাবি ট্যাবলেট, শিশি বোতল বাদ, আবার গুহা যুগে। এই পোস্টের শানে নুযুল জানতে হলে পড়ুন পরশুরাম লিখিত- হনুমানের স্বপ্নভঙ্গ।

4 comments:

  1. ভুটকি না ভুটকি না হাত তালি---------------:D:D:D

    ReplyDelete
  2. হুমম...
    মাথার অনেক খানি উপর দিয়ে গেল। কিছুই বুঝলাম না। বইটাও হাতের কাছে নাই . . .

    ReplyDelete
  3. বইটা পারলে পইড়েন, হনুমানের স্বপ্নভঙ্গ বাই পরশুরাম। নিউ মার্কেট এ না পাইলেও আজিজ এর তক্ষশীলায় পাবেন।

    ReplyDelete

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...