June 20, 2010

খোমাকেচারঃ সাদাদাত




ডেইলি স্টার (কাবাব) এর কার্টুনিস্ট, সাদাত উদ্দিন আহমেদ আমিল। ডেইলি স্টার এর ক্যন্টিনে বসে করা 'রাফ' থেকে ডিটেইল করলাম কাল(১৯.০৬.১০)। 'ব্যম্বু' ট্যাবলেটে অনুশীলন।

9 comments:

  1. main copy to ami rekhe dilam.....eita koi pailen????
    coloring khub bhalo hoise......cheharar kotha ami r ki bnolbo???

    ReplyDelete
  2. Tufan... Mehedi vai...
    ar Bamboo te apnar haat peke gese, puropuri...
    Congratulations.

    ReplyDelete
  3. সাদাত, তুমি মেহেদী ভাইরে তো চিনো না! সে রাফটা তোমারে দিসে আর আরো যে চার পাঁচটা ড্রয়িং করসে সেইটা বাসায় নিয়া গেসে!

    মেহেদী ভাই, অচিন্তনীয় রকমের ভালো হইসে!

    ReplyDelete
  4. নখটা তো ্পেন্সিল তাইনা?কিন্ত,শকুন শকুন লাগছে।

    ReplyDelete
  5. মেহেদী, তুমি তো খুব একটা খারাপ আকো (চন্দ্রবিন্দু মিসিং) না দেখি...উন্মাদ টুন্মাদ এ আকো (চন্দ্রবিন্দু মিসিং) না কেন? ডেইলি স্টার টেস্টার এ-ও ট্রাই মারো। ওরা তো না কি শুনলাম মুসা ঈব্রাহীম-রে আগামী বছর চাদ (চন্দ্রবিন্দু মিসিং) এ পাঠাবে? ওইটা নিয়াও আকো (চন্দ্রবিন্দু মিসিং)।

    ( পোলাপাইন যেমন তোর পিছনে বাতাস দিছছে...এই কমেন্ট না দিয়া পারলাম না। ভাল আকসস (চন্দ্রবিন্দু মিসিং) !)

    ReplyDelete
  6. @Tanvir I Kamal হাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁহাঁ

    ReplyDelete
  7. @sadat ভুল বললা, মেইন কপি আমার মাথায় ছিলো, তোমারে দেই নাই

    ReplyDelete
  8. @A.R নেক্সট টাইম নখ আঁকতে গেলে তাইলে শকুন আঁকবোনে।

    ReplyDelete
  9. @RAJIB ব্যম্বু কোন্দিকদ্যা জাইচ্ছে সিটা আমি হঁড়ে হঁড়ে টের পাইচ্ছি

    ReplyDelete

চলছে ফরেন কমিকস