June 11, 2010

বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশনের (গোপন) কাবাব সভাগোপন সূত্রে জানা গেছে গত ৯.০৬.১০ তারিখে কারওয়ান বাজারের স্টার কাবাবে বাংলাদেশের তরুন কার্টুনিস্টদের এক কাবাব সভার আয়োজন হয়জানা গেছে তথাকথিত 'বাংলাদেশ কার্টুনিস্ট এসোসিয়েশন' এর কার্যক্রম চাঙ্গা করার উদ্দেশ্যে এই আয়োজনএই প্রথমবারের মত সকাল ১১ টার সভায় সবাই বেলা দেড়টার মধ্যে চলে এসে সময়ানুবর্তিতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেনসভায় কাবাব, নান (ইস্পিশাল) ও চা সহযোগে গুরুগম্ভীর পরিবেশে পরবর্তী সভার সময় ও স্থান ঠিক করা হয়

এরপর সভার সমাপ্তি ঘোষণার ১ মিনিট আগে একমাত্র কারওয়ান বাজার নিবাসী- অর্থাৎ সভাস্থলের সবচেয়ে নিকটবর্তী বাসিন্দা-নিয়াজ চৌধুরী তুলি দ্রুতপদে সভাস্থলে আসতে সক্ষম হনঅতঃপর দ্রুত এক কাপ চা খেয়ে তিনি গোটা পরিস্থিতি গভীর পর্যবেক্ষন করেনএই সময় হঠাৎ ডেইলি স্টার এর কার্টুনিস্ট সাদাত উদ্দিন তুলি ভাইকে তার পৈত্রিক ও 'বাটি' বিষয়ক পরিচয় দিলে তাদের মাতুল- ভাগ্নে (বলা বাহুল্য বয়সে ছোট সাদাত মাতুল ও তুলি ভাগ্নে) সম্পর্ক আবিষ্কৃত হয় মূহুর্তে সভাস্থলে এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়ততক্ষনাৎ এই ঘটনাকে এসোসিয়েশনের এক বিরাট সাফল্য হিসেবে ঘোষণা দেয়া হয়এরপর পরবর্তী সভা সবাইকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয়ার আশ্বাস জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা দেয়া হয়

সভায় উপস্থিত থাকতে পেরেছিলেন কার্টুনিস্ট সাদাত, কার্টুনিস্ট তন্ময়, কার্টুনিস্ট জারিফ, কার্টুনিস্ট ফয়সাল, কার্টুনিস্ট মেহেদী হক, কার্টুনিস্ট নিয়াজ চৌধুরী তুলি, কার্টুনিস্ট মাসুম, কার্টুনিস্ট বিপ্লব, কার্টুনিস্ট খলিলুর রহমান

3 comments:

  1. valo! gopone shova korle hobe? amra shobai jabo koi?

    ReplyDelete
  2. "সভায় কাবাব, নান (ইস্পিশাল) ও চা সহযোগে গুরুগম্ভীর পরিবেশে পরবর্তী সভার সময় ও স্থান ঠিক করা হয়।"

    hahaha! =))

    ReplyDelete

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...