প্রায় শেষ করে এনেছি চার নম্বর পর্ব, আর ১৪ পৃষ্ঠা বাকী। এবারে মোট ৬৪ পৃষ্ঠা আঁকতে হল। শেষ পর্যন্ত এটা ২৫০ পৃষ্ঠার একটা বড় গ্রাফিক নভেল হবে, শেষ হলে এটার ভূমিকায় গ্রাফিক নভেল নিয়ে একটা ছোট লেখা লিখব ভাবছি। দেখা যাক :)
ভাল কথা, এই দুইটা আঁকাই একাধিক রেফারেন্স থেকে প্রায় টুকলিফাই করে আঁকা। আঁকা আঁকি নিয়ে আরো সিরিয়াস হচ্ছি এই বছর। এই প্রজেক্ট করতে গিয়ে টের পেলাম আঁকাআঁকিতে কত ঘাপলা আছে, পার্স্পেকটিভ, এনাটমি, কম্পোজিশন- আর মূলত ফিমেইল। বিরাট সমস্যা আছে আঁকায়। এইবারে টানা স্টাডি চালাবো।
কবে যে পাব? আশায় আছি।
ReplyDelete