January 20, 2017

রিটিন

মুহম্মদ জাফর ইকবাল স্যার এর নতুন সায়েন্স ফিকশন 'রিটিন' এর কাজ করি। স্কুলে পড়ার সময় এই লেখকের বইগুলি পড়ার সময় স্বপ্নেও ভাবিনি এর সাথে কখনো দেখা হবে, বা তাঁর কাজ করব আমি! লাইফটা একঘেঁয়ে হয়ে যাচ্ছে, যা যা করতে পারি বলে বাকেট লিস্ট এ ছিলো সব হয়ে যাচ্ছে, 'কী জ্বালা (বস আহসান হাবীব এর কোটেশন)'

আরো অনেক কিছুই আঁকছি এইবারে। গত বছর টাইম ম্যানেজমেন্ট না করায় খুব পেরেশানি গিয়েছিলো অনেক কাজ করে। এবারে মাথা অনেক ঠাণ্ডা। কাজের আপডেট আরো দিচ্ছি :)




No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...