এবং আসছে পঞ্চ রোমাঞ্চ! আমরা রোমাঞ্চিত। কারণ কাজী আনোয়ার হোসেনের সাথে আমরা কাজ অরেছি! তাঁর কোন গল্প নিয়ে এই প্রথম উনি কাউকে প্রিন্ট মিডিয়ায় করার অনুমতি দিলেন। কমিক্স টা আসলে পাঁচটা অন্যরকম গল্পের সংকলন। একেকটা গড়ে ৩২ পৃষ্ঠা করে ১৬০ পৃষ্ঠা খালি আঁকা, সেই সাথে ভূমিকা আর লেখালেখি মিলিয়ে মোট পৃষ্ঠা ১৭৫। আমাদের ঢাকা কমিক্স এর থেকে এটাই সম্ভবত সব থেকে বড় কমিক্স। পকেট একেবারে খালি হয়ে যাচ্ছে এবারে এটা করতে। দেখা যাক পাঠক কিভাবে নেয়। বড়দের গল্প তাই ওপরে ম্যাচিওর্ড কন্টেন্ট লিখে দেয়া হচ্ছে। সেটার কী-না-কী প্রতিক্রিয়া দেখতে হবে কে জানে।
প্রচ্ছদ এঁকেছেন ওয়ান এন্ড অনলি তৌহিদুল ইকবাল সম্পদ ভাই। এই লোকটা মেশিন টাইপ। |