January 25, 2017

পঞ্চ রোমাঞ্চ কমপ্লিট!

এবং আসছে পঞ্চ রোমাঞ্চ! আমরা রোমাঞ্চিত। কারণ কাজী আনোয়ার হোসেনের সাথে আমরা কাজ অরেছি! তাঁর কোন গল্প নিয়ে এই প্রথম উনি কাউকে প্রিন্ট মিডিয়ায়  করার অনুমতি দিলেন। কমিক্স টা আসলে পাঁচটা অন্যরকম গল্পের সংকলন। একেকটা গড়ে ৩২ পৃষ্ঠা করে ১৬০ পৃষ্ঠা খালি আঁকা, সেই সাথে ভূমিকা আর লেখালেখি মিলিয়ে মোট পৃষ্ঠা ১৭৫। আমাদের ঢাকা কমিক্স এর থেকে এটাই সম্ভবত সব থেকে বড় কমিক্স। পকেট একেবারে খালি হয়ে যাচ্ছে এবারে এটা করতে। দেখা যাক পাঠক কিভাবে নেয়। বড়দের গল্প তাই ওপরে ম্যাচিওর্ড কন্টেন্ট লিখে দেয়া হচ্ছে। সেটার কী-না-কী প্রতিক্রিয়া দেখতে হবে কে জানে।
প্রচ্ছদ এঁকেছেন ওয়ান এন্ড অনলি তৌহিদুল ইকবাল সম্পদ ভাই। এই লোকটা মেশিন টাইপ।

January 24, 2017

রুহান রুহানঃ লাল পাহাড়

প্রায় শেষ করে এনেছি চার নম্বর পর্ব, আর ১৪ পৃষ্ঠা বাকী। এবারে মোট ৬৪ পৃষ্ঠা আঁকতে হল। শেষ পর্যন্ত এটা ২৫০ পৃষ্ঠার একটা বড় গ্রাফিক নভেল হবে, শেষ হলে এটার ভূমিকায় গ্রাফিক নভেল নিয়ে একটা ছোট লেখা লিখব ভাবছি। দেখা যাক :)
ভাল কথা, এই দুইটা আঁকাই একাধিক রেফারেন্স থেকে প্রায় টুকলিফাই করে আঁকা। আঁকা আঁকি নিয়ে আরো সিরিয়াস হচ্ছি এই বছর। এই প্রজেক্ট করতে গিয়ে টের পেলাম আঁকাআঁকিতে কত ঘাপলা আছে, পার্স্পেকটিভ, এনাটমি, কম্পোজিশন- আর মূলত ফিমেইল। বিরাট সমস্যা আছে আঁকায়। এইবারে টানা স্টাডি চালাবো।



January 21, 2017

Goodbye Holiday building

নিউ এইজ এ আমি জয়েন করি ২০০৩ সালের ৭ ই জুন। তখন সবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে (নগর ও অঞ্চল বিভাগ এ) ভর্তি হয়েছি। আমার আব্বা আজিজুল হক বান্না একদিন এসে বললেন নতুন একটা ইংরেজী পত্রিকা খুলবে, নিউ এইজ, সম্পাদক হবেন এনায়েতউল্লা খান। প্রেস ক্লাবে কথা প্রসঙ্গে সেই পত্রিকার আরেক সাংবাদিক নুরুল কবীর কে বলেছিলেন আমার কথা। আমি উন্মাদ এ কাজ করি শুনে তিনি নাকি বলেছিলেন আমাকে পাঠিয়ে দিতে, তাঁদের একজন কার্টুনিস্ট দরকার।

কথাবার্তা শেষে সেখানে সাত হাজার টাকা বেতনে আমার কন্ট্রাকচুয়াল চাকরি হয়ে যায়। তখন আমার বয়স আঠারো বছর ছয় মাস। সেই থেকে আজ পর্যন্ত কতবার যে আমি এই পুরোনো রঙ ওঠা দালান এ ঢুকেছি। কেমন আপন হয়ে গেছে এই আদ্যিকালের বিল্ডিং টা। সেটা সময়ের প্রয়োজনে এখন আমাদের সবারই ছেড়ে নতুন দালান এ যেতে হবে। ভাবলাম একটা ছবি তুলে রাখি। কারণ এই দীর্ঘ এক যুগেও এই বিল্ডিং এর সামনে আমার কোন ছবি নেই, ছবি তুলে দিলো আমাদের অফিসের ইলেক্ট্রিশিয়ান নয়ন।
বিদায় তেজগাঁও ৩০
ভাল থেকো, মনে রেখো আমার জীবনের একটা বড় সময় আমি তোমার সাথে কাটিয়ে গেছি।

January 20, 2017

রিটিন

মুহম্মদ জাফর ইকবাল স্যার এর নতুন সায়েন্স ফিকশন 'রিটিন' এর কাজ করি। স্কুলে পড়ার সময় এই লেখকের বইগুলি পড়ার সময় স্বপ্নেও ভাবিনি এর সাথে কখনো দেখা হবে, বা তাঁর কাজ করব আমি! লাইফটা একঘেঁয়ে হয়ে যাচ্ছে, যা যা করতে পারি বলে বাকেট লিস্ট এ ছিলো সব হয়ে যাচ্ছে, 'কী জ্বালা (বস আহসান হাবীব এর কোটেশন)'

আরো অনেক কিছুই আঁকছি এইবারে। গত বছর টাইম ম্যানেজমেন্ট না করায় খুব পেরেশানি গিয়েছিলো অনেক কাজ করে। এবারে মাথা অনেক ঠাণ্ডা। কাজের আপডেট আরো দিচ্ছি :)




January 17, 2017

পঞ্চ রোমাঞ্চঃ আপডেট

কাজীদা'র গল্প আঁকি। ওদিকে রুহান রুহান ৪ এর কাজ প্রায় শেষ (ইঙ্কিং) আর এদিকে পঞ্চ রোমাঞ্চ সংকলন এর কাজও সবাই মিলে দ্রুত গতিতে শেষ করে আনছি, এবারে অন্যান্য বছরের চাইতে বেশ খানিকটা এগিয়ে আছি আমরা। তারপরেও কাজ অনেক বেশী।এই মুহূর্তে 'ক্যানসার' গল্পটা আঁকছি। খুবি ধুপধাপ পদ্ধতিতে। বেশ মজাই লাগছে, দেখা যাক ডেলিভারি শেষে কী দাঁড়ায়। গল্পটা কিম্ভূত। 






হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...