জীবনের দারুণ একটা অর্জন হল কমিক্স আঁকার সুবাদে কাজী আনোয়ার হোসেনের সাথে দেখা হওয়া এবং তাঁর একটা গল্প আঁকতে পারা। ঢাকা কমিক্স থেকে বের হতে যাচ্ছে তাঁর বিখ্যাত এডাপ্টেশন ভিত্তিক গল্প সংকলন পঞ্চ রোমাঞ্চ নিয়ে গ্রাফিক নভেল। মোটামুটি সবাই এঁকে ফেলেছে, এদিকে আমি ব্যবসার কাজে বেশী জড়িয়ে যাওয়াতে পিছিয়ে আছি। শাহরিয়ার (খান) ভাই আমাকে অনেক আগেই এটা নিয়ে সতর্ক করেছিলেন, সম্প্রতি ব্যাপারটা নিয়ে আবার বল্ল কার্টুনিস্ট মিতু। সম্ভবত আমাকে ঢাকা কমিক্স চালানোর জন্যে এবারে কাউকে নিতে হবে :/
চুক্তি |
এর পর মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা। যদিও কাজীদা' মিষ্টি খান না। |
আমরা উত্তেজিত।'পঞ্চ রোমাঞ্চ' ভাল ভাবে করা গেলে চাই কি পরে কোন না কোন রানা'ও করা যেতে পারে। তবে কথা হল, ভিজ্যুয়াল করা হইয়নি এমন চরিত্র হঠাৎ আঁকতে গেলে সবার মন রক্ষা হয় না।
দেখা যাক কী হয় :)
কবে পাচ্ছি ? :D :D :D
ReplyDeleteOctober, 2016 :)
Delete