April 05, 2016

সুন্দরবন স্কেচলগঃ ২০১৬

মার্চ এর প্রথম সপ্তাহ (৩-৮), আমার (শ্মশান আর দূর্ভিক্ষ বাদে) প্রায় সর্বকাজের সাথে শ্যামদেশীয় ভাইয়ের মত - যুগের অধিক সময় ধরে একসাথে থাকা বন্ধুদল মিলে গেলাম সুন্দরবন, শুনে যতটা রোমান্টিক মনে হচ্ছে আসলে তেমন হয়নি। প্রায় চারদিন দুইপাশের গাছগাছালি দেখতে দেখতে এইজ অফ টুমরো ছবির নায়কের দশা হবার জোগাড়। তার ফাঁকে পণ করেছিলাম সেই আগের মত আবার ডায়েরি প্লাস স্কেচ বুক চালাবো। খুব একটা জুত করতে না পারলেও ফাঁকে ফাঁকে ঠিকই প্রায় প্রতিদিন কিছু ড্রয়িং করেছি, তার থেকে কয়েক পৃষ্ঠা, পারলে (ধৈর্য্যে কুলালে) আমার সাংকেতিক ভাষার মত হাতের লেখার সাবটাইটেল টাইপ করে দিবোনে' পরে।













No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...