April 04, 2016

দীপন সংকলনে বাংলা কমিক্স

কলকাতা থেকে প্রকাশিত 'দীপন' নামের লিটল ম্যাগ সংকলন এর এবারের বিষয় বাংলা কমিক্স। দারুণ ব্যাপার, আরো দারুণ ব্যাপার হল সেখানে বাংলাদেশের কমিক্স নিয়ে বেশ কিছু লেখা, এবং বাংলাদেশীদের বেশ কিছু লেখা আছে। পুরোটার কৃতিত্ব অবশ্যই জুলফিকার নাইয়া ভাইয়ের। ওপার থেকে রীতিমত ফোনের পয়সা হজম করে করে দীর্ঘ আলাপের পরে আমাদের থেকে লেখা জোগাড় করা খুবই কষ্টসাধ্য কাজ (সেটা এ দেশের প্রকাশকদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন :)smile emoticon )। সংকলনটির সূচী দেখে সেটা জোগাড় করার জন্যে অধীর হয়ে অপেক্ষায় আছি। সম্প্রতি কৌশিক মজুমদারের কমিক্স 'ইতিবৃত্ত' পড়ে মুগ্ধ হয়ে আছি। বাংলায় এই কমিক্স বিষয়টা নিয়ে খুব বেশী লেখা হয়নি, এবারে অধ্যাপক শুভেন্দু দাশগুপ্তের কার্টুন দলের হাত ধরে একটা কিছু শুরু হচ্ছে। আরো চনমনে লাগছে আহসান হাবীব ভাইয়ের সাথে বাংলা কমিক্স নিয়ে এখানে আমারও একটা লেখা আছে।





No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...