April 11, 2016

কড়াইল কন্সেপ্ট আর্ট

গেল শুক্রবার আঁকান্তিস এর স্কেচবুকিং এ গিয়েছিলাম কড়াইল লেক এ। সেখান থেকে কনসেপ্ট আর্ট। যা কিছু এলিমেন্ট পেয়েছিলাম সব টুকে নিয়ে সেগুলি মিলিয়ে ঝিলিয়ে একটা জিনিস দাঁড়া করা গেল। সেই সাথে আর্ট স্টেশন এ একটা চ্যালঞ্জ এ যোগ দিতে গিয়ে একাউন্ট খুলে ফেললাম সেখানে। দেখা যাক কী দাঁড়ায় শেষমেশ।




April 05, 2016

সুন্দরবন স্কেচলগঃ ২০১৬

মার্চ এর প্রথম সপ্তাহ (৩-৮), আমার (শ্মশান আর দূর্ভিক্ষ বাদে) প্রায় সর্বকাজের সাথে শ্যামদেশীয় ভাইয়ের মত - যুগের অধিক সময় ধরে একসাথে থাকা বন্ধুদল মিলে গেলাম সুন্দরবন, শুনে যতটা রোমান্টিক মনে হচ্ছে আসলে তেমন হয়নি। প্রায় চারদিন দুইপাশের গাছগাছালি দেখতে দেখতে এইজ অফ টুমরো ছবির নায়কের দশা হবার জোগাড়। তার ফাঁকে পণ করেছিলাম সেই আগের মত আবার ডায়েরি প্লাস স্কেচ বুক চালাবো। খুব একটা জুত করতে না পারলেও ফাঁকে ফাঁকে ঠিকই প্রায় প্রতিদিন কিছু ড্রয়িং করেছি, তার থেকে কয়েক পৃষ্ঠা, পারলে (ধৈর্য্যে কুলালে) আমার সাংকেতিক ভাষার মত হাতের লেখার সাবটাইটেল টাইপ করে দিবোনে' পরে।













April 04, 2016

দীপন সংকলনে বাংলা কমিক্স

কলকাতা থেকে প্রকাশিত 'দীপন' নামের লিটল ম্যাগ সংকলন এর এবারের বিষয় বাংলা কমিক্স। দারুণ ব্যাপার, আরো দারুণ ব্যাপার হল সেখানে বাংলাদেশের কমিক্স নিয়ে বেশ কিছু লেখা, এবং বাংলাদেশীদের বেশ কিছু লেখা আছে। পুরোটার কৃতিত্ব অবশ্যই জুলফিকার নাইয়া ভাইয়ের। ওপার থেকে রীতিমত ফোনের পয়সা হজম করে করে দীর্ঘ আলাপের পরে আমাদের থেকে লেখা জোগাড় করা খুবই কষ্টসাধ্য কাজ (সেটা এ দেশের প্রকাশকদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন :)smile emoticon )। সংকলনটির সূচী দেখে সেটা জোগাড় করার জন্যে অধীর হয়ে অপেক্ষায় আছি। সম্প্রতি কৌশিক মজুমদারের কমিক্স 'ইতিবৃত্ত' পড়ে মুগ্ধ হয়ে আছি। বাংলায় এই কমিক্স বিষয়টা নিয়ে খুব বেশী লেখা হয়নি, এবারে অধ্যাপক শুভেন্দু দাশগুপ্তের কার্টুন দলের হাত ধরে একটা কিছু শুরু হচ্ছে। আরো চনমনে লাগছে আহসান হাবীব ভাইয়ের সাথে বাংলা কমিক্স নিয়ে এখানে আমারও একটা লেখা আছে।





April 03, 2016

Symmetry doodle in Mangastudio

মাঙ্গাস্টুডিওর সিমেট্রি টুলটা দারুণ!

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...