July 11, 2015

Self caricture

বহুদিন ব্লগ এ পোস্ট দেয়া হচ্ছে না। মূল কারণ রোজায় কাহিল- সারাদিন ঝিমাই। এবারের রোজাটা ভালোই পেয়ে বসলো। যাই হোক ওদিকে কাজ একেবারে কমও হচ্ছে না। যা যা করছি তার তালিকা দি'

১. GIZ এর সিটিজেন চার্টার এডিট (ফেইজ ৩)
২. রুহান রুহান ৩ (দিনে দুই পৃষ্ঠা ইঙ্কিং)
৩. ক্যারিকেচার ফৃল্যান্সিং (৪ টা)
৪. প্রতিদিন নিউ এইজ এর জন্যে কিছু না কিছু আঁকা (ইদানীং এক্সট্রা আর ইয়ুথ নামের দুই সাপ্লিমেন্টারি যোগ হয়েছে)
৫. ঢাকা কমিক্স এর পেইজ প্রোমশোনালস বানানো
৬. একটা এনিমেশন প্রজেক্ট এর জন্যে সরকারী পুষ্টি ইন্সটিটিউট এ প্রস্তাবনা বাবদ সপ্তায় তিনদিন ধর্না দেয়া।
৭.ইন্ডিয়ান ভিসা অফিসের লাইনে দাঁড়ানো (পুরো প্রক্রিয়া দু'বার করতে হয়েছে- ভুক্তভোগী মাত্রেই বুঝতে পারছেন আশা করি।)

তালিকা আর না বাড়াই-
আর এই পোস্ট এর ড্রয়িংটা অন রিকোয়েস্ট। বাংলাদেশ প্রতিদিন থেকে তাদের ঈদ সংখ্যা রম্যের জন্যে কার্টুনিস্টের ঈদ সেকশনের জন্যে আঁকা। আজকাল সবাই-ই মাঙ্গাস্টুডিও তে আঁকে তাতে সবার ড্রয়িং কেমন যেন আমার সাথে মিলে যাচ্ছে। ব্যাপারটা অস্বস্তিকর। ভাবছি জল রঙ এ ফেরত যাব। মাঝখান থেকে নাইলে মনে হচ্ছে যেন উল্টো আমি আমার জুনিয়রদের কপি করছি :P

1 comment:

  1. vhai,A deshe manga tho apnei amader chenalen. keo jodi vul kore amar drawing k bole mehedi haque er moto taile amar kintu valoi lage :)
    tobe sotti kisu ekta kora dorker....

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...