October 28, 2014

উন্মাদের আঁকার বোর্ড

এটা আমার উন্মাদ ম্যাগাজিনে বসে আঁকার বোর্ড, উন্মাদ অফিসে বসে আগে প্রায় পুরো আর্টিকেলই নামিয়ে দিতাম। এখন ইন্টারনেটের যুগে বাসায় বসে জিমেইল এ এটাচান্তে সেটা সেন্ড বাটন টিপে দেয়াই হয় বেশী।
এই হার্ডবোর্ডটার একটা মজার ইতিহাস আছে। বেশীক্ষণ কোথাও বসে থাকলেই আমার আঁকার জন্যে হাত নিশপিশ করে। বিশেষ করে যদি আশেপাশে গুরুগম্ভীর রাজনৈতিক আলাপ চলে তখন। উন্মাদে মাঝে মাঝেই তাই এই টাইপ আঁকিবুকি করা হয়। কিন্তু সমস্যা হল সেইসব যা-তা খসড়া টাইপ ড্রয়িং হঠাত হঠাত উন্মাদের পাতায় ছাপা হয়ে যায়। বস আহসান হাবীব সেইগুইলি-ই কোথাও না কোথাও দিয়ে দ্যান। তাঁর যুক্তি হল- পড়েই তো ছিলো কাজে লাগিয়ে দিলাম। কিন্তু সেগুলি এতই বাজে রকমের কাঁচা ড্রয়িং যে দেখে ভীষণ মন খারাপ লাগতো। এর পরেও এটা যখন চলতেই থাকলো তখন আমি এই বুদ্ধি নিলাম, আঁকা শুরু করলাম বোর্ডটায়।
মোটামুটি হ্যাপী- বসকে জব্দ করা গেছে।

কিন্তু 'হা-হতোস্মি' বস সেই কালা বোর্ডটা স্ক্যান করে ডাস্ট ক্লিন করে এটা থেকেও আর্টকেল বের করেছেন! (এই না হলে তিনি বস!)
এবারে আমার হাবিজাবি আঁকাই থামালাম, বরং তার চেয়ে এখন আঁকা পেলে গুরুগম্ভীর রাজনৈতিক আলাপ শুরু করে দেই।

(ছবিটা উন্মাদের নতুন আঁকিয়ে অয়ন এর ফেসবুক পেইজ থেক নেয়া)

1 comment:

চলছে ফরেন কমিকস