রস+আলো'র জন্যে আঁকা কভার। আজকে বের হল। পুরোটাই হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু এর পোস্টার থেকে করা। অর্থাৎ কোন পেন্সিলিং করা লাগে নি এখানে। খেয়াল করছি ইদানীং আবার ড্রয়িং এ ডিটেইল করার প্রবণতা বেড়ে যাচ্ছে :/
মূল কভার এখানে।
মূল কভার এখানে।
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
ভাইয়া, লাইনআর্ট করার সময় পেন প্রেশার কি অন করা ভাল আর অন করলে সেটিংটা কিরকম করলে ভাল হয়? :)
ReplyDeleteএটা মাঙ্গাস্টুডিও তে আঁকা। সেখানে আলাদা করে পেন প্রেশার অন করার দরকার হয় না। তবে যেহেতু সুযোগটা আছে সেহেতু এটা অন রাখাই ভাল।
ReplyDeleteডিটেইল এর ঝামেলা টা আমার ও হয়।
ReplyDeleteএত biased হয়ে যাই যে পুরা ছবির overall view হারিয়ে ফেলি :/
সেটাই, ডিটেইল একটা ভাইরাস।
ReplyDelete