March 28, 2012

খোমা সমগ্রং-১

আমাদের কার্টুন-শিল্পীদের আঁকতে গেলে-বিশেষ করে ভীড় আঁকার ক্ষেত্রে-একটা ঝামেলায় পড়তে হয়। দুই একটা চেহারা আঁকার পর নতুন কোন 'ধরন' পাওয়া যায় না। একই চেহারা সাত আটবার এঁকে বলতে হয়-ধুর! এই সমস্যা সমাধানে সব্যদা' দ্যা গ্রেইট গ্রাফার ওয়ার্কশপে একটা সহজ পথ দেখিয়েছিলেন। এইবেলা সেটা ভাগাভাগি করে নেয়া যাক।


উদাহরণ হিসেবে আমরা এই কাজটা করে দেখি। একাধিক সরল শেইপ মিলিয়ে তৈরী হচ্ছে জটিল অবয়ব
ইতিমধ্যে আমরা কিছু মজার শেইপ পেয়েও গেছি। এভাবে সবগুলিকে নিয়ে ডান বাম করে অসীম সংখ্যক মজাদার শেইপ বের করা সম্ভব
আর এবার সেগুলিকে যদি আবার ধরে ধরে টানা-চিপা-চাপা ইত্যাদি দেয়া হয়?

এসব কিছুর পর দেখুন- একটা সিম্পল গোল্লা শেইপেই শুধুমাত্র নাক কান চোখ মুখের অবস্থা আর সাইজ এদিক ওদিক করে কতভাবে আলাদা চেহারা আঁকা যায়।

ট্রাই করে দেখি কি বলেন?

No comments:

Post a Comment

চলছে ফরেন কমিকস