আমাদের কার্টুন-শিল্পীদের আঁকতে গেলে-বিশেষ করে ভীড় আঁকার ক্ষেত্রে-একটা ঝামেলায় পড়তে হয়। দুই একটা চেহারা আঁকার পর নতুন কোন 'ধরন' পাওয়া যায় না। একই চেহারা সাত আটবার এঁকে বলতে হয়-ধুর! এই সমস্যা সমাধানে সব্যদা' দ্যা গ্রেইট গ্রাফার ওয়ার্কশপে একটা সহজ পথ দেখিয়েছিলেন। এইবেলা সেটা ভাগাভাগি করে নেয়া যাক।
ট্রাই করে দেখি
কি বলেন?
![]() |
উদাহরণ হিসেবে আমরা এই কাজটা করে দেখি। একাধিক সরল শেইপ মিলিয়ে তৈরী হচ্ছে জটিল অবয়ব |
![]() |
ইতিমধ্যে আমরা কিছু মজার শেইপ পেয়েও গেছি। এভাবে সবগুলিকে নিয়ে ডান বাম করে অসীম সংখ্যক মজাদার শেইপ বের করা সম্ভব |
![]() |
আর এবার সেগুলিকে যদি আবার ধরে ধরে টানা-চিপা-চাপা ইত্যাদি দেয়া হয়? |
![]() |
এসব কিছুর পর দেখুন- একটা সিম্পল গোল্লা শেইপেই শুধুমাত্র নাক কান চোখ মুখের অবস্থা আর সাইজ এদিক ওদিক করে কতভাবে আলাদা চেহারা আঁকা যায়। |