March 29, 2011

লেবু মামা

'কিশোরবেলা' ম্যাগাজিনের জন্য আঁকা। এই কমিক্স আঁকার একটা স্মৃতি আছে, একটা সিন আছে যে লেবু মামা ভিক্টোরিয়া বা বাহাদুরশাহ পার্কে বসে থাকবে। ওই একটা ফ্রেম আঁকতে আমি আসলেই গিয়ে বসেছিলাম আন্টাঘর ময়দানে। মনে হচ্ছিলো সিপাহী বিদ্রোহের সেই সময়টা দেখতে পাচ্ছি, লালবাগের কেল্লা থেকে টেনে আনা লাশগুলো ঝুলিয়ে দেয়া হল পার্কের গাছে, দিনের পর দিন তারা ঝুলতে থাকলো, ...ইলিয়াস এসে তাদের নামিয়ে না দেয়া পর্যন্ত।
যাক গে...
ওখানে যাওয়াটা সার্থক, অনেক ভালো লেগেছে, আর পার্কের লোকজন আঁকিবুকির কাজ দেখে বেশ আনন্দ পেয়েছে তাতে আরো ভালো লাগলো। বাসায় ফিরে টানা শেষ করলাম বাকি কাজ।
মোহাম্মদ নাসির আলীর সৃষ্টি লেবু মামা এখনকার অনেকেই না-ও পড়ে থাকতে পারে, কিন্তু এই চরিত্রটা আসলেই মজার ছিলো, সত্যি বলতে টেনিদার চেয়ে আমার কাছে একে আরো প্র্যাক্টিকাল কাছের মানুষ লেগেছে।

সবার জন্য, কিশোরবেলার সৌজন্যে কমিক্সটা তুলে দিলাম।






2 comments:

  1. মেহেদি ভাই, ভাল্লাগলো। তবে আমার মনে হয়, লেবু মামা লেবু মামা, আর টেনিদা টেনিদা। কারো সাথে কারো তুলনা চলে না।

    ReplyDelete
  2. টেনিদার অনেক ফান আমার কাছে আরোপিত লাগে, যা-ই হোক কথা ঠিক যে এভাবে তুলনা চলে না,
    থ্যাংস এনিওয়ে :)

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...