March 29, 2011

ন্যাটো-তন্ত্র

ভেড়ার ছদ্মবেশ খুলে এবার ন্যাটো নিজেই মাঠে নেমেছে লিবিয়ায় 'গণতন্ত্র' প্রতিষ্ঠায়...
উন্মাদের জন্য আঁকা।

লেবু মামা

'কিশোরবেলা' ম্যাগাজিনের জন্য আঁকা। এই কমিক্স আঁকার একটা স্মৃতি আছে, একটা সিন আছে যে লেবু মামা ভিক্টোরিয়া বা বাহাদুরশাহ পার্কে বসে থাকবে। ওই একটা ফ্রেম আঁকতে আমি আসলেই গিয়ে বসেছিলাম আন্টাঘর ময়দানে। মনে হচ্ছিলো সিপাহী বিদ্রোহের সেই সময়টা দেখতে পাচ্ছি, লালবাগের কেল্লা থেকে টেনে আনা লাশগুলো ঝুলিয়ে দেয়া হল পার্কের গাছে, দিনের পর দিন তারা ঝুলতে থাকলো, ...ইলিয়াস এসে তাদের নামিয়ে না দেয়া পর্যন্ত।
যাক গে...
ওখানে যাওয়াটা সার্থক, অনেক ভালো লেগেছে, আর পার্কের লোকজন আঁকিবুকির কাজ দেখে বেশ আনন্দ পেয়েছে তাতে আরো ভালো লাগলো। বাসায় ফিরে টানা শেষ করলাম বাকি কাজ।
মোহাম্মদ নাসির আলীর সৃষ্টি লেবু মামা এখনকার অনেকেই না-ও পড়ে থাকতে পারে, কিন্তু এই চরিত্রটা আসলেই মজার ছিলো, সত্যি বলতে টেনিদার চেয়ে আমার কাছে একে আরো প্র্যাক্টিকাল কাছের মানুষ লেগেছে।

সবার জন্য, কিশোরবেলার সৌজন্যে কমিক্সটা তুলে দিলাম।






March 27, 2011

March 22, 2011

বুধবারের জন্য

জাপানের ঘটনা দেখার পরেও বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার জেনারেটর বসানো কি আপনি সমর্থন করেন?

ওবামামা

দুটো টি-শার্টের জন্য ফরমায়েশি কাজ করেছিলাম। ওবামার বিজয়ের পর পরই। তবে এখন বুঝতেছি, চেইঞ্জ আসলে হয় নাই। সে বুশরে কোট কইরা কথা বলতেছে...

March 20, 2011

একটা ক্যারেকটার

প্রিয় এক মানুষের জন্যে করা
খেয়াল করে দেখলাম খালি সাদা কালোয় আজকাল আর কোন আঁকা কম্পলিট করতে পারছি না!

খোমাক্যাচার

ডুডলিং

March 17, 2011

আবার N.G.O.

করবো না করবো না করেও আবার একটা N.G.O. কাজ নিয়েই ফেললাম। এখন জান পহেচান। ২০ তারিখ এর মাঝে জমা, এখনো ১১ টা ডিটেইল বাকি!
দিনরাত নাকে মুখে খাটছি। মাঝে ডিজিটাল বাংলাদেশ এর নিয়ম মেনে কারেন্ট যাচ্ছে ১ ঘন্টা পর পর আর তখনই মনে হচ্ছে ক্যানো ওয়াটার কালার করলাম না...

March 16, 2011

বুধবার

জরিপে প্রকাশঃ জিডিপি'র এক বিরাট অংশ (রিপোর্ট পরে দিচ্ছি) খেয়ে নিচ্ছে অবৈধ বিদেশী লোকজন। গার্মেন্টস, টেলিকমিউনিকেশন আর মিডিয়া সেক্টর এ এরা এখন গিজগিজ করছে।
তার ওপর আঁকা-

March 15, 2011

উন্মাদে আমার প্রথম কাজ

উন্মাদ এ আমার প্রথম আঁকা যখন ছাপা হয় তখন ১৯৯৮ সাল, আমি ক্লাস টেন এর ছাত্র।
এই আখাস্তা জিনিস তখন আহসান ভাই কিভাবে ছাপিয়েছেন ভেবে এখন অবাক লাগে। উন্মাদে নতুন যারা আঁকছে তাদের জন্য এইপোস্ট উৎসর্গ করা হল। এতে দুটো ব্যাপার হবে,
১. তারা বুঝবে যে তাদের আঁকা প্রথম হিসেবে খারাপ না
২. আমার নিজের নতুন আঁকিয়েদের ওপর দৃষ্টি আরো নরম হবে :)

উন্মাদ ১২৩ এর প্রচ্ছদ। এই সংখ্যাতেই আমার প্রথম আঁকা বের হয়



প্রথম সংখ্যা থেকেই আমার নাম অংকন বিভাগে ছাপা হয়। আমি পুরো এক মাস এই সংখ্যাটা স্কুল ব্যাগে নিয়ে ঘুরেছি

টেকনিক্যালি ডান দিকের এই নিচের ফ্রেমটাই উন্মাদে আমার প্রথম আঁকা

সে সময় চলছিলো ৯৮ এর বন্যা আমি প্রতিদিন নৌকা বেয়ে মাইলখানেক পাড়ি দিয়ে নামতাম মধ্যবাড্ডা। প্রথম ইস্যুতেই বন্যার ওপর পরিদর্শন আঁকি।
শেষ পৃষ্ঠা

March 13, 2011

এরশাদঃস্টিল রকি'ন


মোটামুটি তিন পুরুষকাল ধরে সংবাদপত্রের হেডিং হওয়াটা কম কথা না কিন্তু- যা-ই বলেন :)

March 12, 2011

গাদ্দাফি

বলপেন এ আঁকা, আর ওপর এ ফটোশপ এ মাল্টিপ্লাইড লেয়ার মারা
ব্লগে আরো রেগুলার হচ্চি, কারণ আমার মাস্টার্স এর থিসিস শুরু হয়েচে, এখন ব্লগ না লিখলে লিখব কবে? :)

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...