মানুষেরমাথা হাত পা ইত্যাদি সব আলাদা আলাদা shape আকারে না দেখে গোটা শঅরীর আসলে একটা Form আকারে দেখতে হবে। শুধু মানুষের দেহই না, ব্যপারটা সবকিছুর ক্ষেত্রে সত্য। অর্থাৎ কোন মানুষ আঁকার আগে আত্মস্থ করতে হবে তার 'ভঙ্গী' যাকে ইংরেজিতে বলা হচ্ছে 'Gesture' আর এই ড্রয়িং এর নাম Gesture Drawing বা ১০% আঁকা আমরা সাধারণতঃ Line এ এঁকে অভ্যস্ত আর এখানে আঁকতে হবে Form এ, ব্যপারটা রপ্ত করতে আমাদের কিছু সত্যিকারের ছবি দিয়ে বলা হল Gesture Drawing করতে। জান হালুয়া হয়ে গেল। বিশেষ করে যারা আমরা লাইন এ আঁকতে অভ্যস্থ। অনেক চেষ্টার পর আমার কাজ যা দাঁড়ালো তার কিছু দিয়ে দেই--













এইটা সব্যদার আঁকা
এই ড্রয়িং এর আরেকটা নাম আছে 'সিলুয়েট ড্রয়িং' (Silhoette), অর্থাৎ কোন কিছুর শুধু ছায়া আঁকলে যা হবে। এইভাবে কোন কিছুকে যদি এঁকে বোঝানো যায় তবে নিশ্চিত ভাবে সেটা একদম শেষে গিয়েও খুব দারুণ একটা কিছু হবে। ওপরের আঁকাগুলো থেকে সেটা বোঝা যাচ্ছে। শুধু ফ্ল্যাট ব্রাশে চাইনিজ ইংকে আঁকা, কিন্তু মোটামুটিভাবে সবই বোঝা যাচ্ছে। মূল এসেন্স বা আভাস কিন্তু পরিষ্কার। ড্রয়িং মূলতঃ এখান থেকে শুরু করাটাই একটা গুড প্রাক্টিস।
পরের পোস্টে আরো কিছু শেয়ার এর আশা রাখি।
সব বুঝা যাইতেসে? বাশ ধইরা ওইটা কি ঝুলে? আর গাছের উপর ওইটা কি? কাউওয়া না ছাঊওয়া ??
ReplyDeleteএকেবারে মূর্খদের জন্য এরকম কোন কোর্স নাই?
ReplyDeleteচমৎকার পোস্ট! তবে আমার মনে হয় জেসচার ড্রয়িং আর সিলুয়েট ড্রয়িং এর মধ্যে পার্থক্য আছে।
ReplyDelete@Tarik
ReplyDeleteঠিক কথা,দুইটা পুরাই আলাদা বাট আমরা কেউ খালি লাইনে ব্যপারটা ধরতে না পারায় বাধ্যতামূলকভাবে সিলুয়েটে আঁকতে দেয়া হইছিলো
@Cartoonist Tanmoy
ReplyDeleteও ওইগুলা তোমার আঁকা, ভুলে এইখানে পোস্ট দিছি
'মেহেদী হক বলেছেন...
ReplyDelete@Cartoonist Tanmoy
ও ওইগুলা তোমার আঁকা, ভুলে এইখানে পোস্ট দিছি'
হা হা হা!