October 29, 2010

উন্মাদ কোরবানী ঈদ ২০১০: প্রচ্ছদ


আসিতেছে
উন্মাদ কোরবানী ঈদ সংখ্যা ২০১০...
মাসের প্রথমে পেতে হলে আজই হকারকে বলুন... আর মাসের শেষে পেতে হলে ডাস্টবিনে খুঁজুন*

* ভ্যাট প্রযোজ্য

October 26, 2010

উন্মাদ কোরবানী ঈদ ২০১০: প্রচ্ছদ টিজার

উন্মাদ কোরবানী ঈদ সংখ্যার কাজ চলছে... গতকাল সারাদিন এঁকে প্রচ্ছদ শেষ করলাম, আঁকতে গিয়ে টের পেলাম যে, গরু আঁকা অনেক কঠিন
গরু নিয়া একটা ল্যাখা মাথায় আসতেছে, 'আমরা যারা গরু'
মনের থেকে OCR করা গেলে ভালো হইত...
লিখতে আলসি লাগে

October 21, 2010

10 Top Tips To Become A Better Artist by Lloyd Harvey

from concept art

To become a better artist takes years of dedication, passion, energy and time. There are no short cuts but here are some art tips to send you in the right direction. I hope you enjoy what I have wrote here and look forward to the community's response.

Tip 1: Learn the Importance of the Sketch

Sketching is one of those things that every artist MUST do and do often. Sketches don't have to be perfect, nor do you have to show them to anyone. They can be as rough or as scratchy as you like but the thing to keep in mind is it's readability. The purpose of a sketch is to quickly illustrate or develop an idea you have, to capture or study some form of reference so that it can be worked on at a latter date. Because of this, the sketch only needs to convey the right information to you and you alone (unless you are drawing an idea out for a client then the message needs to be crystal clear).

Tip 2: Draw, Draw and Draw Some More!

This is a similar tip to the first but what I mean by this is draw anything that comes to mind or visually interests you. Sketch on the bus, train, in bed and even on the toilet. Seriously! The more you draw from your mind and from reference, the better you will become and the quicker your skills will develop. Take the time to doodle lots of different subjects and in lots of different environments as this will all help build up a mental cataloge of images to draw upon latter when you may become stuck for ideas or inspiration.

Tip 3: Build a Reference Library

This is a great tip that I learned from years back. As you begin to fill sketch books with illustrations of ideas and reference material, you should build up that stack of books with more books. By this I mean buying art books, books on clothing, guns, tanks, other cultures, animals etc. The list of what you should look into is endless and should extend beyond your general interests. But it mustn't stop there. You should also collect images off of the internet and save them to your computer and organize them correctly. Take photos of things you see if you don't have time to sketch them. The purpose is to have a nice big collection of images that inspire you, inflame your imagination and, more specifically, if you need to draw something right, having the material there to draw from will add realism and clarity to your work.

Tip 4: Explore Different Mediums

This is when you take an idea from sketch to final painting. Exploring other methods of creating that end piece can really yield some unexpected results and challenge you to push yourself further into new situations. Playing with different types of paints such as oil, acrylic, water colour or gouache are the options most people would suggest trying, but there is more than experimenting with these. You could try air brushing, pastels, using charcoal or taking the leap into the digital realm. All these different mediums have their strengths that you can harness but you will never know them unless you try them out.

Tip 5: Learn Some Colour Theory (At Least)

This is a big one. Colour theory is a massive, massive subject and I can't do it justice here. What I would strongly suggest is investing time and money in a good colour theory book and learn from that. Even learning only a little bit, will help your work massivley. The more you push yourself to learn, the better and better you will become.

Tip 6: Play With Perspective

Now, by this I don't mean completely bend the fabric of reality or attempt to mimic the works of M C Esher (but looking at his work couldn't hurt). No! What I mean is take the time to learn about vanishing points, 2 point and 3 point perspectives and how to create objects in three dimensions correctly. As this is just a tip, I'm not going to go into the details here but there are numerous books and places on the web that cover this important area. Learning the rules of perception will open up the possibilities of what you can draw and will broaden your artistic horizons greatly.

Tip 7: Hunt Down Your Artistic Weaknesses & Destroy Them!

I was told this by an incredibly exceptional artist called Chet Zar. This tip is something you should approach regularly and be really tough and honest with your self. By knowing what your not good at artistically and making a conscious effort to attack it (them, could be lots of things), will enable you to systematically grow. For instance, if you draw a lot of humans but avoid drawing feet because you know your not that good at it, set aside time to draw lots of feet, over and over again until they look right (just be sure not to get a foot fetish). This links to a previous tip I did of Draw, Draw and Draw Some More! Drawing things that you don't draw often or at all will increase your repertoire and will enable you to paint and illustrate more complex pictures.

Tip 8: Ask For Help & Critiques

I heard this one from numerous sources and I have to say that this is something you don't have to do all the time. Joining online art communities and forums will give you access to professionals who do know their stuff and can really help you improve, but having thick skin is advised. At one point or another, you will get some harsh and unfair comments but that is the risk of being an artist who puts art out for viewer consumption. Never be afraid to ask for help.

Tip 9: Develop an Original Style

Ah, a real tough one this as developing your own style takes time and experimentation. By exploring lots of little different mediums and genres, you'll soon get to know what you like and how you like to do things. Over time, by doing things the way you want and in the subconscious way you approach a painting, a style will emerge that will be recognizable and more importantly, it will be your style.

Tip 10: Learn to Accept Failure as a Positive Thing.

Possibly one of the most important lessons an artist (or almost any professional) can learn. Not every picture you create will come out looking the way you wanted it too and the same goes with any experiment to try out. There is no such thing as a bad result... there are just results. Learning to take something positive out of everything you do will change the way you look at you next piece and how you approach it. If something doesn't work or you don't like it, don't do it again or use it as a bench mark to launch yourself from in your next piece.

So, I hope that that is enough information to digest and apply into practice.
__________________
Lloyd Harvey

October 17, 2010

ল্যাববাড়ি, দাদু


ওয়াটার কালার ডুডল, আরো ডিটেইলে যাবো এই হপ্তার মধ্যে
ইন্সপায়ারড বাই আগের হুদাই পোস্ট। আমি প্রায় রাতে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্য দিয়ে ফিরি। রিক্সার অলস গতির সাথে সাথে বেশ ইন্টারেস্টীং কিছু ফর্ম প্রতিদিন দেখি, তার মধ্যে একটা হল ভাঙ্গাচোরা পুরোনো একটা ফ্যক্টরি। পেছনে হাফ থালা গ্যাম্বোগ ইয়েলো চাঁদের সাথে যখন সেটা একসাথে ওঠে-- দেখতে অদ্ভুত লাগে।

এই মুহুর্তে চলতে থাকা 'দাদুর মশা নিধন অভিযান' গল্পের দাদুর বাড়িটার ডিজাইন এই ফ্যক্টরিটা থেকে নেয়া...

October 10, 2010

হুদাই


কিছু দৃশ্যপট ক'দিন ধরে মাথা চিবিয়ে খাচ্ছে, স্বপ্ন দেখছি অগোছালো। দালির পেইন্টিং এর মত পরাবাস্তব সব ফ্রেম-- মাথা থেকে দ্রুত নামাচ্ছি তার থেকে একটা

October 06, 2010

যেসচার ড্রয়িং

গ্রাফায় ঢুকে নতুন যে ব্যপারটা বুঝতে শুরু করেছি সেটা যদি ক্লাস ফাইভে কেউ আমায় একবার বলে দিত তাহলে মাথার বেশ কিছু চুল বাঁচানো যেত। প্রথম ক্লাসে আমাদের যেটা বোঝানো হল সেটা এই-
মানুষেরমাথা হাত পা ইত্যাদি সব আলাদা আলাদা shape আকারে না দেখে গোটা শঅরীর আসলে একটা Form আকারে দেখতে হবে। শুধু মানুষের দেহই না, ব্যপারটা সবকিছুর ক্ষেত্রে সত্য। অর্থাৎ কোন মানুষ আঁকার আগে আত্মস্থ করতে হবে তার 'ভঙ্গী' যাকে ইংরেজিতে বলা হচ্ছে 'Gesture' আর এই ড্রয়িং এর নাম Gesture Drawing বা ১০% আঁকা আমরা সাধারণতঃ Line এ এঁকে অভ্যস্ত আর এখানে আঁকতে হবে Form এ, ব্যপারটা রপ্ত করতে আমাদের কিছু সত্যিকারের ছবি দিয়ে বলা হল Gesture Drawing করতে। জান হালুয়া হয়ে গেল। বিশেষ করে যারা আমরা লাইন এ আঁকতে অভ্যস্থ। অনেক চেষ্টার পর আমার কাজ যা দাঁড়ালো তার কিছু দিয়ে দেই--


















এইটা সব্যদার আঁকা
এই ড্রয়িং এর আরেকটা নাম আছে 'সিলুয়েট ড্রয়িং' (Silhoette), অর্থাৎ কোন কিছুর শুধু ছায়া আঁকলে যা হবে। এইভাবে কোন কিছুকে যদি এঁকে বোঝানো যায় তবে নিশ্চিত ভাবে সেটা একদম শেষে গিয়েও খুব দারুণ একটা কিছু হবে। ওপরের আঁকাগুলো থেকে সেটা বোঝা যাচ্ছে। শুধু ফ্ল্যাট ব্রাশে চাইনিজ ইংকে আঁকা, কিন্তু মোটামুটিভাবে সবই বোঝা যাচ্ছে। মূল এসেন্স বা আভাস কিন্তু পরিষ্কার। ড্রয়িং মূলতঃ এখান থেকে শুরু করাটাই একটা গুড প্রাক্টিস।

পরের পোস্টে আরো কিছু শেয়ার এর আশা রাখি।

October 04, 2010

গ্রাফাঃ কনসেপ্ট আর্ট

সব্যসাচী মিস্ত্রী (না উনি ইলেকটৃক বা কাঠ মিস্ত্রী না, বড়জোর রঙ মিস্ত্রী বলা যায়) 'র কাছে শিখবার একটা দারুণ আগ্রহ হয়েছিলো সেই ২০০৮ এ। উন্মাদের কার্টুন কোর্সে উনি একটা ক্লাস নিয়েছিলেন, তাতেই বুঝেছিলাম 'লোকটা জানে'। তাই যখন দেখলাম গ্রাফা থেকে কনসেপ্ট আর্ট এর ওপর একটা কোর্স হবে আর সেটা নেবেন সব্যদা তখন নিজের নতুন মাটির ব্যংকটা আবার ভাংলাম (কোর্সের ফি ৮০০০ টাকা, আমি এ পর্যন্ত ৮ টা মাটির ব্যাংক এভাবে ভেঙ্গেছি, যার প্রতিটাই কিনবার সময় প্রতিজ্ঞা করেছিলাম যে এটা এক বছরের আগে ভাঙ্গা যাবে না।)। আব্বাকে যখন বললাম যে আমি একটা ড্রয়িং শেখার ক্লাসে ভর্তি হয়েছি, উনি কতক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন

- তুই না পারস?
- আব্বা এরা ভালো।
-এরা কারা?
- ওই চারুকলার, ভালো আঁকে।
-বয়স কত?
-অনেক (বলা বাহুল্য সব্যদা থার্টির একটু এদিক ওদিক), প্রফেসররাও আছেন।

যাই হোক, অনেক কষ্টে ব্যপারটার যৌক্তিকতা আব্বা ও আম্মাকে বোঝানো হল যে আমি আসলেই আঁকতে জানি না আর এখানে গেলে আমার আঁকা ডেভেলপ করবে। অতঃপর ২৪ শে সেপ্টেম্বার ২০১০ থেকে শুরু হল আমাদের কোর্স, হপ্তায় দু'দিন- শুক্র, শনি। ক্লাস শেষ হবে এ মাসের ১৪ তারিখ। প্রথমে কোর্সের শিডিউল দেখে ভেবেছিলাম এই সময়ের মধ্যে এই কারিকুলাম শেষ করা সম্ভব না। কিন্তু এ পর্যন্ত যা বুঝলাম তা হল এই কোর্স ঠিক আঁকতে শেখাবার কোর্স না, এটা ভাবতে শেখাবার কোর্স। এবং আমি ভাবতে শিখছি। এই সময়ে নিজের স্টেরিওটাইপ হয়ে পড়া ড্রয়িং থেকে বের হবার জন্য এটা খুব জরুরি ছিলো।

ইচ্ছা আছে সবগুলি লেকচার সংক্ষেপে এখানে পোস্ট দেবার, এখন কোর্স থেকে কিছু ছবি ও কাজ পোস্ট দেই


সব্যদা, কম্পোজিশনকে বেসিক জিওমেট্রিতে দেখা...

টি-ব্রেক (সবচেয়ে জনপ্রিয় ক্লাস)

সব্যদা, ওয়াকমে আকাম

জুবায়ের, থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ এর প্যাঁচ বোঝানো হচ্ছে

বিশ্রম্ভালাপ
'চরিত্র' নিয়ে কথা
কি আকছস?


এই মুহুর্তে চলছে ক্যারেক্টার ডিজাইন পার্ট। মোট পাঁচটা গ্রুপ করে প্রত্যেককে আলাদা গল্পের নাম দিয়ে বলা হয়েছে একটা গল্প বানাতে ও সেই সাথে ক্যরেক্টার ডেভেলপ করতে। আমার গ্রুপে পড়েছে 'দাদুর মশা নিধন অভিযান' অনেক ভাবনা চিন্তা করে মোটামুটি তিনটা কনকৃট আইডিয়া থেকে যেটা দাঁড়া করিয়েছি সেটা অনেকটা এরকম--

দাদু এক ক্ষেপাটে সংগ্রাহক, তাঁর সংগ্রহশালায় একদিন এক মশা ঢুকে পড়ে তাকে বিরক্ত করতে থাকে। বারবার সেটাকে তাড়াতে ব্যর্থ হয়ে দাদু এবার সেটাকে বিরাট এক থাবড়া মারতে গেলে সেটা তার নিজের নাকেই লাগে আর সেই ফাঁকে পড়ে যায় তার চশঅমা। এই চশমা ছাড়া দাদু কিছুই দেখতে পান না। রেগেমেগে সেই চশমা খুঁজতে গিয়ে দাদুর হাত ঠেকে তাঁর সংরহশালার এক উৎকট দর্শন বন্দুকে, সেটা টেনে নিয়ে তিত্নি এলোপাতাড়িভাবে মশাটাকে মারতে চেষ্টা করেন। দেখা যাবে তাতে মশাটা সাময়িকভাবে আহত হয় ঠিকি কিন্তু একটু পপ্রেই আবার উঠ বসে। দাদু ওদিকে তার চশমা খুঁজে যাচ্ছেন। এদিকে মশাটা দেখা যাবে ওই কিম্ভুত বন্দুকের আরক গুলির প্রভাবে একট থেকে দু'টো হয়ে যাবে, তারপর আবার দাদুকে এটাক করবে, এবার দাদু আবার সেই বন্দুক দিয়ে সেটাকে মারতে যেতেই মশাগুলো এবার নিজেদের ডুপ্লিকেট করতে ক্রতে পুরো রুম ছেয়ে ফেলবে। একসময় আকাশ বাতাশ কালো করে খালি মশা দেখা যাবে। দাদুর ল্যাববাড়ির বাইরে থেকে দেখা যাবে ওপরে মশার বিরাট কুণ্ডলি। (বাইরে সন্ধ্যা হচ্ছে)সেটা একসময় একটা বিরাট হাতের রুপ নেবে-- ভেতর থেকে তখোনো দাদুর চেঁচামেচি আর গোলাগুলি শব্দ পাওয়া যাবে। হাতটা এবার গোটা বাড়িটাকে মুঠোয় নেবে-- সেইসাথে তার শরীর তৈরি হবে। বিরাট এক মশক দানব হয়ে সে গোটা বাড়িটা টপ করে গিলে ফেলবে। সেকটু পর একটা সশব্দ ঢেকুড় তুল্বার পর সেই চশমাটা এসে মাটিতে পড়বে।
সেটার কিছু রাফ ডুডলিং দিয়ে দিলাম,

দাদু, পিঠে ছাতা এন্টেনা

দাদুর ল্যাব
দাদুর 'চরিত্র'খসড়া- ০১

দাদুর 'চরিত্র'খসড়া- ০২


দাদুঃ প্রথম খসড়া

দাদুর ল্যাব বাড়ী (তেজগাঁয়ের এক ভাঙ্গা ফ্যক্টরি দেখে করা)

দাদুর ল্যাব বাড়ী, আরো পলিশড

এরপর আরো ডিটেইলে গোটা গল্পটাই পোস্ট দিয়ে দিচ্ছি...

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...