September 10, 2015

দিনভর আঁকিবুকি

প্রায় সারাদিনই আঁকলাম, কারণ আজ আমার ডে অফ :)
সেই গ্রুপ ক্যারিকেচার ডান


সেই সাথে প্রাইভেট ভার্সিটির শিক্ষার ওপর বসানো ৭.৫% শিক্ষা কর এর প্রতিবাদে রামপুরা আফতাবনগর এর ইস্ট ওয়েস্ট ভার্সিটি শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ এর ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এই দুইটা কার্টুন আঁকলাম। যা- তা অবস্থা আসলে।

No comments:

Post a Comment

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...