December 01, 2014

Comics project Covers Done!


সেই বইগুলির কভার শেষ হল।

3 comments:

  1. ঢাকা কমিক্স থেকে বের হচ্ছে? :)
    ভাইয়া আমার একটা অভিযোগ আছে। ঢাকা কমিক্সের কমিক্স গুলোর দাম মনে হয় একটু বেশিই হয়ে যাচ্ছে। আমার মনে হয় কোন না কোন ভাবে যদি দাম কমানো যেতো তবে চাহিদা আরো বাড়তো। :)

    ReplyDelete
  2. ঢাকা কমিক্স থেকে না, ঢাকা কমিক্স সরকারের সাথে মিলে করে দিচ্ছে। পুষ্টি অধিদফতরের জন্যে করা, এগুলিতে বাচ্চাদের জন্যে কিছু মজার গল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটা পুষ্টি বিষয়ক মেসেজ দেয়া হয়েছে।
    ঢাকা কমিক্সের এখনকার কমিক্সগুলির দাম ষাট টাকা। চার রঙা কমিক্স এর চেয়ে কমে বের করতে গেলে আঁকিয়েদের না খেয়ে মরতে হবে- আশা করি সেটা চান না? ;P

    ReplyDelete
    Replies
    1. ওপ্পস। এর মধ্যে রকমারিতে ঢু মারা হয়নি। এর আগে কয়েকটি নিয়েছিলাম। ১০০ এর উপর ছিল দুএকটা। ৫০/৬০/৭০ হলে ঠিকই আছে। আর ভাইয়া মীনপিশাচ আমার কাছে অসম্পূর্ণ মনে হয়েছে। মীনপিশাচ ২ বের হলে মনে হয় জমবে। :)

      Delete

চলছে ফরেন কমিকস