December 29, 2013

ল্যাসো

একটা ইন্টারেস্টিং নতুন টেকনিক শিখেছি। ফিল কালার করে তারপর ল্যাসো দিয়ে সিলেক্ট করে করে গ্রেডিয়েন্টের কাজ করা। অনেক দ্রুত বেশ মজার কাজ করা যায়। ধ্রুব'দার একটা চিল্ড্রেন বই পুরোটা এভাবে করে ফেললাম মাত্র চারদিনে। এই কাজটাই এর আগে পেইন্টারলি করে করতে গিয়ে লেজে গোবরে হয়ে গিয়েছিলো। এই টেকনিক অনেক আরামের।

No comments:

Post a Comment

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...