November 06, 2011

আমার স্টুডিও

গ্রাসহপার থেকে কেনা কলম পেন্সিল রাখার ব্যাগ, দারুণ জিনিস, দেখাদেখি মডার্ন-ও এখন বানাচ্ছে।

ওপেন সিসেমে


সার্কুলার স্টেন্সিল, তবে কাজের না। শেষে দেখা যায় যেই সাইজের গোল্লা আঁকা লাগবে সেটা ছাড়া আর সবই আছে। তখন কৃমের ডিব্বার মুক্ষা দিয়া কাজ চালাতে হয়



ওয়কম ইন্ট্যুস ৩। সব্যসাচী দ্যা গ্রেইট এর ব্যবহৃত। উনি আরেকটা কিনছেন তাই এটা আমারে ইউজ করতে দিছেন। সারা জীবন অন্যের ওয়াকমই ইউজ করে যাচ্ছি। ওয়াকমটা কয়েকদিন থম মেরে বসে ছিল, কার হাত থেকে কার হাতে এসে পড়ছে সেটা ভেবে। দিছি ঝাড়ি।

সাত বাই সাড়ে নয় এর বক্স স্কেল। এটা বাজারে আসার পর উন্মাদের সবাই হাঁফ ছেড়ে বাঁচি, কারণ আমাদের ম্যাগাজিনের কনটেন্ট বাক্সের মাপ ঠিক এই মাপে। এর আগে একটা স্কেল দিয়ে এই বাক্স আঁক্তে আঁকতেই জান কালা হয়ে যেত।

সেট স্কয়ার। ওপরের প্যারালাল বারের সাথে মিশিয়ে সোজা দাগ টানার দারুণ ডিভাইস।

ড্রাফটিং টেবিল, দারুণ কাজের। বিশেষ করে এর ফ্লেক্সিবল পার্ট টা। তবে আঁকার জিনিসপ্ত্র রাখার জন্যে পাশে একটা টুল মাস্ট

তারিক সাইফুল্লার থেকে কেনা সেকেন্ড হ্যান্ড অটবি (একাধিক ফার্স্ট হ্যান্ড চেয়ারের চাক্ক ভাঙ্গার পর)
গোটা ওয়ার্কস্পেস, ড্রাফটিং টেবিলের ওপর রাখা প্যারালাল বোর্ড, পেছনে ডেস্কটপ ইজেল

গত পনের বছরের সাথী আমার সিঙ্ক মাস্টার ৫৫০ সিয়ারটি মনিটর। আর ক্যানন স্ক্যান লাইড ২৫। পিসির কনফিগারেশন ২০ গিগা হার্ড ডিস্ক (গত ১০ বছর ধরে এবং আমার কোন সমস্যা হয় না, খুব ইম্পর্ট্যান্ট না হলে কিছু সেইভ দেই না, আর তারো ইম্পর্ট্যান্ট হলে ডিভিডি রাইট করে রাখি) ১ গিগা RAM ১.৬ গিগা Processor. এন্ড আই হ্যাপি :)




2 comments:

  1. great post. your room looks so good!

    ReplyDelete
  2. ড্রাফটিং স্টুডিও কোথায় পাওয়া যাবে?

    ReplyDelete

চলছে ফরেন কমিকস