July 30, 2011
July 26, 2011
প্লাম্ব লাইন
ভীতু দেশলাই কাঠি
এনিমেশন দুনিয়ায় পা রাখলাম অবশেষে, POKEE নামে অপুদের একটা এনিমেশন ফার্ম আছে, সেটা তিনমাসের একটা বিগিনার'স এনিমেশন ওয়ার্কশপ শুরু করেছে। আমি সবান্ধব (জিমি) সেখানে শুক্র শনি সারাদিন পাঠ নিচ্ছি। কোর্সের প্রথম ধাপ এ আমাদের সবাইকে একটা করে স্টোরি লাইন দাঁড়া করাতে হবে। আগামী সপ্তায় জমা। আমি যা ভাবছি তার কনসেপ্ট ড্রয়িং শুরু করে দিয়েছি। গল্পটা হবে একটা ভীতু দেশলাই কাঠিকে নিয়ে, যে আগুন ভয় পায়। সে মরতে চায় না, বাক্স থেকে পালাবার পরে সে জানতে পারবে মৃত্যু অনিবার্য, এবারে সে জীবনের মানে খুঁজতে শুরু করবে।
শেষটা কিভাবে করব এখনো জানি না। তবে শুরু করে দিয়েছি। দেশলাই কাঠির একটা সুবিধা হবে এটা আঁকা সোজা হবে, আর স্কেল প্রোপোর্শনের একতা মজা করা যাবে এটা নিয়ে।
দেখা যাক কদ্দুর কি দাঁড়ায়।
July 21, 2011
July 20, 2011
July 18, 2011
July 17, 2011
কমিক্স ডুডল
কলম আর তুলি কালিতে আঁকা। একটা এডভেনচার কমিক্স এর খসড়া দাঁড়া করালাম। ট্রাডিশনাল ইঙ্কিংটা এই চান্সে ঝালাই করে নেব ভাবছি
July 07, 2011
July 02, 2011
Subscribe to:
Comments (Atom)
Caricature: Esha and Shadman
দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...






















