March 17, 2011

আবার N.G.O.

করবো না করবো না করেও আবার একটা N.G.O. কাজ নিয়েই ফেললাম। এখন জান পহেচান। ২০ তারিখ এর মাঝে জমা, এখনো ১১ টা ডিটেইল বাকি!
দিনরাত নাকে মুখে খাটছি। মাঝে ডিজিটাল বাংলাদেশ এর নিয়ম মেনে কারেন্ট যাচ্ছে ১ ঘন্টা পর পর আর তখনই মনে হচ্ছে ক্যানো ওয়াটার কালার করলাম না...

No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...